অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা

কুড়িগ্রামে ভারতীয় বানরের তাণ্ডব, আতংকে গ্রামবাসী

বাংলার খবর২৪.কম copy of kurigram monkey photo 26.10.14_55690: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমর নদের পূর্বপাড়ে আনছারহাট ফলিমারী চরে দুই সপ্তাহ যাবত ১৪-১৫ টি বানর দল বেঁধে চরের মানুষের বাড়ি ঘড়ে ঢুকে যা পাচ্ছে তাই খেয়ে সাবাড় করছে।

জানা যায়, বানরের তাণ্ডবে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গত ২/৩ দিন থেকে পাহারা বসিয়েছেন। অনেকের বাড়িতে বানরগুলো খাবার খুঁজতে ঢুকলে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বানরগুলোকে ধরার চেষ্টা করে। এতে বানররা ক্ষিপ্ত হয়ে ৪ জনকে চোখে মুখে কামড় দেয় এবং ১ জনের কান কামড়ে ছিঁড়ে আহত করে পালিয়ে যাওয়ার সময় জাল ফেলে একটি বানরকে আটক করেছে গ্রামবাসী। পরে আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়।

চরাঞ্চলের মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলা বন ও প্রাণী সম্পদ বিভাগকে খবর দিলেও তারা কেউ সরেজমিনে আসেনি। বানরগুলো পাশ্ববর্তী ভারতের আসাম রাজ্যের বনজঙ্গল থেকে এসেছে। এর ফলে চরের লোকজনের মধ্যে বানর আতংক ছড়িয়ে পড়ে।

চরের মোজাফফর হোসেন, ছালাম ও মহসিন আলী জানান, বানরগুলো এতই চালাক যে, নিমিষেই ঘরে ঢুকে ভাত, চাল, কলা ও কাঁচা সবজিসহ যা পাচ্ছে খেয়ে ফেলছে। কেউ তাড়াতে গেলেই ক্ষিপ্ত হয়ে তার উপর লাফিয়ে পড়ে আঘাত করার চেষ্টা করে।

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার বলেন, চর এলাকায় তো কোন পাহাড় বা বনজঙ্গল নেই বানর আসার কথা নয়। এগুলো গত বন্যায় ভারতের আসাম রাজ্য থেকে স্রোতে ভেসে এসে থাকতে পারে ।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো : রহমতুল্লাআহ বলেন, বিষয়টি জানা মাত্র বানরটি উদ্ধারের জন্য উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বন কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহিন জানান, ‘রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখলাম বানরটি খুবই অসুস্থ্য তাই চিকিৎসার জন্য গ্রামবাসীর জিম্মায় দিয়ে এসেছি। ভারতের বানরগুলো কাঁটাতারের বেড়া পেরিয়ে চরের কলা বাগানের কলা খেতে আসে আবার কলা খেয়ে চলে যায়’।

Tag :

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

কুড়িগ্রামে ভারতীয় বানরের তাণ্ডব, আতংকে গ্রামবাসী

আপডেট টাইম : ০১:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম copy of kurigram monkey photo 26.10.14_55690: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমর নদের পূর্বপাড়ে আনছারহাট ফলিমারী চরে দুই সপ্তাহ যাবত ১৪-১৫ টি বানর দল বেঁধে চরের মানুষের বাড়ি ঘড়ে ঢুকে যা পাচ্ছে তাই খেয়ে সাবাড় করছে।

জানা যায়, বানরের তাণ্ডবে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গত ২/৩ দিন থেকে পাহারা বসিয়েছেন। অনেকের বাড়িতে বানরগুলো খাবার খুঁজতে ঢুকলে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বানরগুলোকে ধরার চেষ্টা করে। এতে বানররা ক্ষিপ্ত হয়ে ৪ জনকে চোখে মুখে কামড় দেয় এবং ১ জনের কান কামড়ে ছিঁড়ে আহত করে পালিয়ে যাওয়ার সময় জাল ফেলে একটি বানরকে আটক করেছে গ্রামবাসী। পরে আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়।

চরাঞ্চলের মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলা বন ও প্রাণী সম্পদ বিভাগকে খবর দিলেও তারা কেউ সরেজমিনে আসেনি। বানরগুলো পাশ্ববর্তী ভারতের আসাম রাজ্যের বনজঙ্গল থেকে এসেছে। এর ফলে চরের লোকজনের মধ্যে বানর আতংক ছড়িয়ে পড়ে।

চরের মোজাফফর হোসেন, ছালাম ও মহসিন আলী জানান, বানরগুলো এতই চালাক যে, নিমিষেই ঘরে ঢুকে ভাত, চাল, কলা ও কাঁচা সবজিসহ যা পাচ্ছে খেয়ে ফেলছে। কেউ তাড়াতে গেলেই ক্ষিপ্ত হয়ে তার উপর লাফিয়ে পড়ে আঘাত করার চেষ্টা করে।

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার বলেন, চর এলাকায় তো কোন পাহাড় বা বনজঙ্গল নেই বানর আসার কথা নয়। এগুলো গত বন্যায় ভারতের আসাম রাজ্য থেকে স্রোতে ভেসে এসে থাকতে পারে ।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো : রহমতুল্লাআহ বলেন, বিষয়টি জানা মাত্র বানরটি উদ্ধারের জন্য উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বন কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহিন জানান, ‘রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখলাম বানরটি খুবই অসুস্থ্য তাই চিকিৎসার জন্য গ্রামবাসীর জিম্মায় দিয়ে এসেছি। ভারতের বানরগুলো কাঁটাতারের বেড়া পেরিয়ে চরের কলা বাগানের কলা খেতে আসে আবার কলা খেয়ে চলে যায়’।