অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা

ছাত্রীকে কিনে নিয়ে বিয়ে!

বাংলার খবর২৪.কম500x350_2113b49160500dc4f6852dd774eff446_Picture-120141101001629 : ১২ লাখ টাকা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে কিনে তারপর বিয়ে করলেন এক রাজনৈতিক নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কাড্ডালোরে৷

১২ লাখ টাকা দিয়ে কিনে নেওয়ার পর, দুই পরিবারের সামনেই দুই সন্তানের বাবা বিপত্মীক বাবুর সঙ্গে মেয়েটির বিয়ে হয় ৷ দু`পক্ষের আর্থিক ব্যবস্থাপনায় সবটাই উতরে গিয়েছিল, কিন্তু হঠাৎ নিজের মেয়েকে ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মেয়েটির মা অখিলা৷

অখিলা (আসল নাম নয়) মাদ্রাস হাইকোর্টে হেবিয়াস করপাস মামলা করে মেয়েকে আদালতে তোলার আবেদন করেছেন৷ পেশায় আইনজীবী অখিলার বক্তব্য, মামলা মোকদ্দমার কারণে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে বাবু তাদের বাড়িতে আসতেন৷ সেখানে তাদের মেয়েকে দেখে৷ তারপর বাবু তার ও তার স্বামী আদেশের উপর চাপ সৃষ্টি করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য৷ অখিলার অভিযোগ, আত্মহত্যার হুমকি দিয়ে বাবু তাদের উপর চাপ সৃষ্টি করে৷ মেয়েকে তার সঙ্গে বিয়ে দিলে ১২ লাখ টাকার সম্পত্তি দেওয়ার কথাও বলেন।

একপ্রকার চাপে পড়েই তারা প্রাথমিকভাবে বাবুর শর্ত মেনে নেন বলে দাবি করেছেন অখিলা৷ অন্যদিকে, অখিলা ও আদেশের মেয়ে জানিয়েছে, তার বাবা-মা টাকার লোভে এই বিয়ে দিতে রাজি হয়েছেন।
বিয়ের পর অখিলা ও আদেশ জানতে পেরেছিলেন বাবুর আগের পক্ষের স্ত্রীর দুই সন্তান আছে৷ তারপরই আচমকা আদালতের দ্বারস্থ হন অখিলা৷
কাড্ডালার জেলার সমাজকল্যাণ দফতরের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে তিনি ছেলেটির বাড়িতে তদন্তে গিয়েছিলেন৷ কিন্তু মেয়েটির উপর কোনো নির্যাতন হয়েছে বা তিনি খারাপ রয়েছেন এমন প্রমাণ পাননি৷

তাছাড়া সে নাবালিকা তার প্রমাণও পাননি তিনি৷ তবে পরবর্তীকালে মেয়েটির মা বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার পর পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে আনা হয় ৷ শীঘ্রই তাকে জেলা শিশুকল্যাণ দফতরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে৷

Tag :

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

ছাত্রীকে কিনে নিয়ে বিয়ে!

আপডেট টাইম : ০৩:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_2113b49160500dc4f6852dd774eff446_Picture-120141101001629 : ১২ লাখ টাকা দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে কিনে তারপর বিয়ে করলেন এক রাজনৈতিক নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কাড্ডালোরে৷

১২ লাখ টাকা দিয়ে কিনে নেওয়ার পর, দুই পরিবারের সামনেই দুই সন্তানের বাবা বিপত্মীক বাবুর সঙ্গে মেয়েটির বিয়ে হয় ৷ দু`পক্ষের আর্থিক ব্যবস্থাপনায় সবটাই উতরে গিয়েছিল, কিন্তু হঠাৎ নিজের মেয়েকে ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মেয়েটির মা অখিলা৷

অখিলা (আসল নাম নয়) মাদ্রাস হাইকোর্টে হেবিয়াস করপাস মামলা করে মেয়েকে আদালতে তোলার আবেদন করেছেন৷ পেশায় আইনজীবী অখিলার বক্তব্য, মামলা মোকদ্দমার কারণে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলে বাবু তাদের বাড়িতে আসতেন৷ সেখানে তাদের মেয়েকে দেখে৷ তারপর বাবু তার ও তার স্বামী আদেশের উপর চাপ সৃষ্টি করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য৷ অখিলার অভিযোগ, আত্মহত্যার হুমকি দিয়ে বাবু তাদের উপর চাপ সৃষ্টি করে৷ মেয়েকে তার সঙ্গে বিয়ে দিলে ১২ লাখ টাকার সম্পত্তি দেওয়ার কথাও বলেন।

একপ্রকার চাপে পড়েই তারা প্রাথমিকভাবে বাবুর শর্ত মেনে নেন বলে দাবি করেছেন অখিলা৷ অন্যদিকে, অখিলা ও আদেশের মেয়ে জানিয়েছে, তার বাবা-মা টাকার লোভে এই বিয়ে দিতে রাজি হয়েছেন।
বিয়ের পর অখিলা ও আদেশ জানতে পেরেছিলেন বাবুর আগের পক্ষের স্ত্রীর দুই সন্তান আছে৷ তারপরই আচমকা আদালতের দ্বারস্থ হন অখিলা৷
কাড্ডালার জেলার সমাজকল্যাণ দফতরের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে তিনি ছেলেটির বাড়িতে তদন্তে গিয়েছিলেন৷ কিন্তু মেয়েটির উপর কোনো নির্যাতন হয়েছে বা তিনি খারাপ রয়েছেন এমন প্রমাণ পাননি৷

তাছাড়া সে নাবালিকা তার প্রমাণও পাননি তিনি৷ তবে পরবর্তীকালে মেয়েটির মা বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার পর পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করে আনা হয় ৷ শীঘ্রই তাকে জেলা শিশুকল্যাণ দফতরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে৷