পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা Logo আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম Logo অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু Logo ‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো’—ওসি রফিকুলের সাহসী অঙ্গীকার

৪ কেজি সোনার তৈরি শার্ট পরে জন্ম দিন পালন

বাংলার খবর২৪.কম 500x350_5e74b0bd6e599e9d52daf7cfcd4c2abd_Gold20140809033244ডেস্ক : নিজের ৪৫তম জন্মদিনে সোনার তৈরি শার্ট পরে তাক লাগিয়ে দিলেন পঙ্কজ পরখ। তিনি ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির স্থানীয় প্রভাবশালী নেতা এবং শিল্পপতি। চার কেজি খাঁটি সোনা দিয়ে বানানো হয়েছে তার শার্টটি।
১ কোটি ৩০ লাখ রুপি দামের সোনার তৈরি শার্টটি পরে ইওলা শহরে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মুম্বাই শহর থেকে ২৬০ কিলোমিটার দূরের ইওলার মিউনিসিপ্যাল করপোরেশনের একজন সদস্য পরখ।
শুক্রবার পরখের ৪৫তম জন্ম দিনে বলেন, আমার এবারের জন্মদিন বিশেষভাবে উৎযাপন করতে সোনা দিয়ে শার্ট নির্মাণ করেছি। জন্মদিনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী চেগান বুজবাল এবং বিভিন্ন দলের ডজন খানেক স্থানীয় নেতা। এই শার্ট আমার ‘বিশেষত্ব প্রকাশ’ করেছে। পরখ জানিয়েছেন, শার্টটি পরার পর জনতার পক্ষ থেকে সম্মান ও ভক্তি পেয়েছেন।
মুম্বাইয়ের প্রখ্যাত শান্তি জুয়েলার্সের ২০ জন কারিগর ২ মাসে ৩২০০ ঘণ্টা পরিশ্রম করে শার্টটি নির্মাণ করেছেন। শার্টটির পাতলা কাপড়ের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে। সাধারণ শার্টের মতোই এটি নমনীয় এবং কোমল। এটা সাধারণ কাপড়ের মতো ঝুলিয়ে শুকানো যাবে ও খুব সহজে পরিষ্কার করা যাবে। শার্টটিতে সাতটি সোনার বোতাম রয়েছে।
পরখ বলেন, আমি সোনার প্রতি বরাবরই আসক্ত। পাঁচ বছর বয়স থেকে সোনায় আসক্তি শুরু হয়। আমি কখনও ২-৩ কেজি ওজনের সোনার অলঙ্কার ছাড়া বাইরে যাইনি।
২৩ বছর বয়সে যখন পরখের বিয়ে হয় সে সময়ের কথা বর্ণনা করে তিনি বলেন, তথন আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই। উপস্থিত সবাই বলছিলেন, কনের চেয়ে আমার শরীরে স্বর্ণালঙ্কার বেশি।
এমন দামি শার্ট পরলেও ভীত নন পরখ। তিনি বলেন, আমি লাইসেন্স করা রিভলবার সঙ্গে নিয়ে বের হই। কোনো দুর্ঘটনার ভয় নেই আমার।
তবে লেখাপড়া বেশিদূর এগোয়নি পরখের। অল্প বয়সে স্কুল থেকে বিদায় নেন তিনি। স্কুল পালানোর পর ইওলাতে পারিবারিক পোশাক কারখানার ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন। শিল্পপতি পরখের পরিবারে এখন রয়েছে স্ত্রী প্রতিভা এবং কলেজে পড়ুয়া দুই ছেলে সিদ্ধার্থ (২২) ও রাহুল (১৯)।
বিলাসী এই স্থানীয় রাজনীতিক তার সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করতে চান। ইতিমধ্যে সমাজ সেবামূলক কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি দাতব্য হাসপাতালের ১২০ জন পোলিও রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থদান করেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন।

Tag :

বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

৪ কেজি সোনার তৈরি শার্ট পরে জন্ম দিন পালন

আপডেট টাইম : ০৫:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম 500x350_5e74b0bd6e599e9d52daf7cfcd4c2abd_Gold20140809033244ডেস্ক : নিজের ৪৫তম জন্মদিনে সোনার তৈরি শার্ট পরে তাক লাগিয়ে দিলেন পঙ্কজ পরখ। তিনি ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির স্থানীয় প্রভাবশালী নেতা এবং শিল্পপতি। চার কেজি খাঁটি সোনা দিয়ে বানানো হয়েছে তার শার্টটি।
১ কোটি ৩০ লাখ রুপি দামের সোনার তৈরি শার্টটি পরে ইওলা শহরে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মুম্বাই শহর থেকে ২৬০ কিলোমিটার দূরের ইওলার মিউনিসিপ্যাল করপোরেশনের একজন সদস্য পরখ।
শুক্রবার পরখের ৪৫তম জন্ম দিনে বলেন, আমার এবারের জন্মদিন বিশেষভাবে উৎযাপন করতে সোনা দিয়ে শার্ট নির্মাণ করেছি। জন্মদিনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী চেগান বুজবাল এবং বিভিন্ন দলের ডজন খানেক স্থানীয় নেতা। এই শার্ট আমার ‘বিশেষত্ব প্রকাশ’ করেছে। পরখ জানিয়েছেন, শার্টটি পরার পর জনতার পক্ষ থেকে সম্মান ও ভক্তি পেয়েছেন।
মুম্বাইয়ের প্রখ্যাত শান্তি জুয়েলার্সের ২০ জন কারিগর ২ মাসে ৩২০০ ঘণ্টা পরিশ্রম করে শার্টটি নির্মাণ করেছেন। শার্টটির পাতলা কাপড়ের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে। সাধারণ শার্টের মতোই এটি নমনীয় এবং কোমল। এটা সাধারণ কাপড়ের মতো ঝুলিয়ে শুকানো যাবে ও খুব সহজে পরিষ্কার করা যাবে। শার্টটিতে সাতটি সোনার বোতাম রয়েছে।
পরখ বলেন, আমি সোনার প্রতি বরাবরই আসক্ত। পাঁচ বছর বয়স থেকে সোনায় আসক্তি শুরু হয়। আমি কখনও ২-৩ কেজি ওজনের সোনার অলঙ্কার ছাড়া বাইরে যাইনি।
২৩ বছর বয়সে যখন পরখের বিয়ে হয় সে সময়ের কথা বর্ণনা করে তিনি বলেন, তথন আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই। উপস্থিত সবাই বলছিলেন, কনের চেয়ে আমার শরীরে স্বর্ণালঙ্কার বেশি।
এমন দামি শার্ট পরলেও ভীত নন পরখ। তিনি বলেন, আমি লাইসেন্স করা রিভলবার সঙ্গে নিয়ে বের হই। কোনো দুর্ঘটনার ভয় নেই আমার।
তবে লেখাপড়া বেশিদূর এগোয়নি পরখের। অল্প বয়সে স্কুল থেকে বিদায় নেন তিনি। স্কুল পালানোর পর ইওলাতে পারিবারিক পোশাক কারখানার ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন। শিল্পপতি পরখের পরিবারে এখন রয়েছে স্ত্রী প্রতিভা এবং কলেজে পড়ুয়া দুই ছেলে সিদ্ধার্থ (২২) ও রাহুল (১৯)।
বিলাসী এই স্থানীয় রাজনীতিক তার সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করতে চান। ইতিমধ্যে সমাজ সেবামূলক কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি দাতব্য হাসপাতালের ১২০ জন পোলিও রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থদান করেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন।