পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর : গাজীপুরে প্রেম করার অপরাধে গ্রাম্য সালিশে বিচারকদের গালিগালাজ শুনে ও অপমান, ক্ষোভে মৌসুমী আক্তার নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত মৌসুমী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের কদমা গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে এবং স্থানীয় পোতাবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে শ্রীপুর থানায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৭জনকে আসামি করে রোববার দুপুরে ওই ছাত্রীর মা মামলা করেছেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মৌসুমী আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ভিটিপাড়া গ্রামের আশ্রাব আলীর ছেলে সুজনের (২২) তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এরই মাঝে সুজন বিয়ের প্রলোভন দেখিয়ে মৌসুমীর সঙ্গে দৈহিক সম্পর্কও গড়ে তোলে। ১৪ ডিসেম্বর রোববার বার্ষিক পরীক্ষা শেষ করে সুজনের সঙ্গে পালিয়ে যায় সে। ১৮ ডিসেম্বর তারা আবার বাড়িতে ফিরে আসে।

নিহত মৌসুমীর মা নিলুফার ইয়াসমিন জানান, এলাকায় ঘটনা জানাজানি হলে শনিবার গ্রাম্য মাতব্বররা আমাদের বাড়িতেই ২০ ডিসেম্বর সালিশে বসেন। সালিশে দু’জনকে দাম্পত্য জীবন গড়ার আহবান জানালে সুজন তাতে অস্বীকৃতি জানায়।

পরে ওই সালিশে নেতৃত্বদানকারী প্রহ্লাদপুর ইউপি সদস্য সামসুল হক, গ্রাম্য বিচারক আব্দুস ছাত্তার, স্কুল ছাত্রী মৌসুমী আক্তারকে তিরস্কার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রেম করার অপরাধে শাস্তি হিসেবে তাদের দু’জনকেই সবার সামনে কান ধরে উঠবসা করান।

সালিশে বিচারকদের তিরস্কার শুনে ও অপমান সহ্য না করতে পেরে এক পর্যায়ে মৌসুমী দৌড়ে তার নিজ ঘরে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে নিজের ওড়নায় লাগিয়ে ফাঁস দেয়।

ঘটনা জানার পর বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ইউপি সদস্য ও বিচারক আব্দুস ছাত্তার পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে রোববার দুপুরে সুজন, তার বোন জেসমিন, ইউপি মেম্বার সামসুল হকসহ ৮জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

প্রহ্লাদপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪

গাজীপুর : গাজীপুরে প্রেম করার অপরাধে গ্রাম্য সালিশে বিচারকদের গালিগালাজ শুনে ও অপমান, ক্ষোভে মৌসুমী আক্তার নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত মৌসুমী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের কদমা গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে এবং স্থানীয় পোতাবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে শ্রীপুর থানায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৭জনকে আসামি করে রোববার দুপুরে ওই ছাত্রীর মা মামলা করেছেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মৌসুমী আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ভিটিপাড়া গ্রামের আশ্রাব আলীর ছেলে সুজনের (২২) তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এরই মাঝে সুজন বিয়ের প্রলোভন দেখিয়ে মৌসুমীর সঙ্গে দৈহিক সম্পর্কও গড়ে তোলে। ১৪ ডিসেম্বর রোববার বার্ষিক পরীক্ষা শেষ করে সুজনের সঙ্গে পালিয়ে যায় সে। ১৮ ডিসেম্বর তারা আবার বাড়িতে ফিরে আসে।

নিহত মৌসুমীর মা নিলুফার ইয়াসমিন জানান, এলাকায় ঘটনা জানাজানি হলে শনিবার গ্রাম্য মাতব্বররা আমাদের বাড়িতেই ২০ ডিসেম্বর সালিশে বসেন। সালিশে দু’জনকে দাম্পত্য জীবন গড়ার আহবান জানালে সুজন তাতে অস্বীকৃতি জানায়।

পরে ওই সালিশে নেতৃত্বদানকারী প্রহ্লাদপুর ইউপি সদস্য সামসুল হক, গ্রাম্য বিচারক আব্দুস ছাত্তার, স্কুল ছাত্রী মৌসুমী আক্তারকে তিরস্কার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রেম করার অপরাধে শাস্তি হিসেবে তাদের দু’জনকেই সবার সামনে কান ধরে উঠবসা করান।

সালিশে বিচারকদের তিরস্কার শুনে ও অপমান সহ্য না করতে পেরে এক পর্যায়ে মৌসুমী দৌড়ে তার নিজ ঘরে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে নিজের ওড়নায় লাগিয়ে ফাঁস দেয়।

ঘটনা জানার পর বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ইউপি সদস্য ও বিচারক আব্দুস ছাত্তার পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে রোববার দুপুরে সুজন, তার বোন জেসমিন, ইউপি মেম্বার সামসুল হকসহ ৮জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

প্রহ্লাদপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।