অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

বোরকা পরেও ধরা খেলেন নায়িকা মাহি

500x350_44c88c45912a5ad5fda06ade73156771_মাহিবিনোদন : মঙ্গলবার বিএফডিসিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই একটা কর্মচাঞ্চল্য চোখে পড়লো। ঈদের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের কলাকুশলীরা। হাঁটতে হাঁটতে এফডিসির প্রশাসনিক ভবনের নিচে অবস্থিত ল্যাবের সামনে এসে থমকে দাঁড়াতে হলো। এখানে এক সময় চলচ্চিত্রের ফিল্ম কাটা-ছেঁড়ার কাজ করা হতো। কিন্তু ডিজিটাল ক্যামেরার ছোঁয়ায়, ল্যাবে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। কিন্তু হঠাৎ করেই ল্যাবের এক কোনায় নারী কণ্ঠের চিৎকার শোনা গেল।
কাছে এগিয়ে গিয়ে দেখা গেলো, বোরকা পরা একটি মেয়েকে চুল ধরে টেনে নিয়ে আসছে কিছু লোক। এর মধ্যেই একজন বলছে, ‘তোর ছবি তোলার খুব শখ, তাইলে বোরকা পইরা পালাইয়া যাইতেছিলি ক্যান?’ ঘটনাটা দেখার কৌতুহল হলো। এমন সময় ল্যাবের অপরপাশ থেকে একজন ‘কাট’ বলার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এখানে শুটিং হচ্ছে। কারণ যিনি ‘কাট’ বলছেন, তিনি আর কেউ নন, পরিচালক সাফি উদ্দিন সাফি। তার কাছ থেকেই জানা গেল, এটা ‘ওয়ার্নিং’ ছবির একটি দৃশ্য।
৩ আগস্ট থেকে এফডিসিতে এই ছবিটির শুটিং চলছে। পরিচালকের সঙ্গে কথা বলার সময় চোখ গেল বোরকা পরা সেই মেয়েটির দিকে। তাকিয়ে দেখা গেলো ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। ল্যাবের ভিতরের গরমের সঙ্গে যোগ হয়েছে বোরকা। তাই খাঁচায় বন্দি পাখির মতোই ছটফট করছিলেন তিনি।

কাছে গিয়ে ‘ওয়ার্নিং’ ছবিতে তার চরিত্রটি সর্ম্পকে জানতে চাইলে মাহি বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি একজন সাংবাদিকের। আজকের দৃশ্যে বোরকা পরে পালাতে গিয়ে আমি গুণ্ডাদের হাতে ধরা পড়ি।’
তিনি আরো বলেন, ‘ঈদের পরপরই এই ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সামনে এফডিসির বাইরে বেশ কয়েকটি লোকেশনে শুটিং করা হবে।’
সাফি উদ্দিন সাফি বলেন, ‘আমরা খুব দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন এফডিসিতে শুটিং করছি। এরপর আরো বিভিন্ন লোকেশনে যাবো। যতটুকু শুটিং হয়েছে বেশ ভালোই হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা শুটিং শেষ করতে পারবো বলে আশা করি।’
ছবিতে মাহির হিরো হিসেবে আছেন আরেফিন শুভ। এতে আরো অভিনয় করছেন রুবেল ও মিশা সওদাগর। জিসান নামে একজন অপহরণকারীকে নিয়ে এ ছবির গল্প। এতে জিসান চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

বোরকা পরেও ধরা খেলেন নায়িকা মাহি

আপডেট টাইম : ১২:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪

500x350_44c88c45912a5ad5fda06ade73156771_মাহিবিনোদন : মঙ্গলবার বিএফডিসিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই একটা কর্মচাঞ্চল্য চোখে পড়লো। ঈদের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের কলাকুশলীরা। হাঁটতে হাঁটতে এফডিসির প্রশাসনিক ভবনের নিচে অবস্থিত ল্যাবের সামনে এসে থমকে দাঁড়াতে হলো। এখানে এক সময় চলচ্চিত্রের ফিল্ম কাটা-ছেঁড়ার কাজ করা হতো। কিন্তু ডিজিটাল ক্যামেরার ছোঁয়ায়, ল্যাবে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। কিন্তু হঠাৎ করেই ল্যাবের এক কোনায় নারী কণ্ঠের চিৎকার শোনা গেল।
কাছে এগিয়ে গিয়ে দেখা গেলো, বোরকা পরা একটি মেয়েকে চুল ধরে টেনে নিয়ে আসছে কিছু লোক। এর মধ্যেই একজন বলছে, ‘তোর ছবি তোলার খুব শখ, তাইলে বোরকা পইরা পালাইয়া যাইতেছিলি ক্যান?’ ঘটনাটা দেখার কৌতুহল হলো। এমন সময় ল্যাবের অপরপাশ থেকে একজন ‘কাট’ বলার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এখানে শুটিং হচ্ছে। কারণ যিনি ‘কাট’ বলছেন, তিনি আর কেউ নন, পরিচালক সাফি উদ্দিন সাফি। তার কাছ থেকেই জানা গেল, এটা ‘ওয়ার্নিং’ ছবির একটি দৃশ্য।
৩ আগস্ট থেকে এফডিসিতে এই ছবিটির শুটিং চলছে। পরিচালকের সঙ্গে কথা বলার সময় চোখ গেল বোরকা পরা সেই মেয়েটির দিকে। তাকিয়ে দেখা গেলো ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। ল্যাবের ভিতরের গরমের সঙ্গে যোগ হয়েছে বোরকা। তাই খাঁচায় বন্দি পাখির মতোই ছটফট করছিলেন তিনি।

কাছে গিয়ে ‘ওয়ার্নিং’ ছবিতে তার চরিত্রটি সর্ম্পকে জানতে চাইলে মাহি বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি একজন সাংবাদিকের। আজকের দৃশ্যে বোরকা পরে পালাতে গিয়ে আমি গুণ্ডাদের হাতে ধরা পড়ি।’
তিনি আরো বলেন, ‘ঈদের পরপরই এই ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সামনে এফডিসির বাইরে বেশ কয়েকটি লোকেশনে শুটিং করা হবে।’
সাফি উদ্দিন সাফি বলেন, ‘আমরা খুব দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন এফডিসিতে শুটিং করছি। এরপর আরো বিভিন্ন লোকেশনে যাবো। যতটুকু শুটিং হয়েছে বেশ ভালোই হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা শুটিং শেষ করতে পারবো বলে আশা করি।’
ছবিতে মাহির হিরো হিসেবে আছেন আরেফিন শুভ। এতে আরো অভিনয় করছেন রুবেল ও মিশা সওদাগর। জিসান নামে একজন অপহরণকারীকে নিয়ে এ ছবির গল্প। এতে জিসান চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে।