অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান Logo বেড়েছে তিস্তার পানি খুলে দেয়া হয়েছে ৪৪ জল কপাট Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ৩০০ ফিট সড়কে বিআরটিএ অভিযান Logo যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ Logo টানা ১০দিন ছিলেন আইসিইউতে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন যশোরের সাবেক চেয়ারম্যান আজাদ Logo জুলাই অভ্যুত্থান উপলক্ষে লালমনিরহাটে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ভিসার প্রলোভনে প্রতারণা, লালমনিরহাট ডিবির অভিযানে পাঁচ লাখ টাকা উদ্ধার Logo ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল’ Logo সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির Logo জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজের জিহবাকে সামলান; প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া

ঢাকা : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন ‘নিজেদের মুখের ভাষা সংযত করেন পরবর্তীতে অন্যকে উপদেশ দেন। নিজের জিহবা নিজে সংযত করেন, সঘোষিত প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা শোভা পায় না। আমরা চাই আপনিও রাজনীতি করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের সংগ্রামে সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দের ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা বলেন, হাসিনা বাংলাদেশকে খেতে বসেছে। ক্ষমতায় থাকলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের নাম ঠিকানাও থাকবে কি না প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ৯০’ ডাকসুর সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ ছাত্র কনভেনশনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ৯০’র ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

ক্ষমতাসীন সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে আর গুলি চালাবেন না।এবার যদি গুলি চলে তাহলে সেই গুলির জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে। গুম, খুন, হত্যা বন্ধ করুন। জনগণের প্রতি যদি বিশ্বাস ও আস্তা থেকে থাকে তাহলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।দেখি জনগণ কার পাশে রয়েছে। যদি ভালো কাজ করে থাকেন তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসুন।

তিনি বলেন, আমার বয়স হলেও সাহস আছে। দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আজকে বিচার বিভাগ বলে কিছু নেই। বিচার ব্যবস্থা আওয়ামী লীগের পকেটে ডুকে গেছে। বিচারপতিরা চেহারা দেখে বিচার করে। আওয়ামী লীগ হলেই খালাস আর বিএনপি হলে মামলা, জেল, হয়রানি।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, গুলি, টিয়ারসেল উপক্ষো করে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হউন। যে কোনো সময় আন্দোলনের ডাক দেয়া হবে। বিগত দিনের মতো এবার ঢাকার রাজপথ খালি যাবে না। কেননা জালেম সরকারের হাত থেকে রক্ষা পেতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।

কিছু বিশেষ জেলার পুলিশ দিয়ে নিরীহ জনগণের উপর গুলি চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কথায় গুলি করবেন না। একদিন এর জবাব দিতে হবে।

তিনি বলেন, আজ প্রশাসনের প্রতিটি সেক্টরে প্রতিনিয়ত অরাজকতা বিরাজ করছে। সচিবালয়ে অরাজকতা বিরাজমান। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না।

বিচারপতিদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে থাকুন। আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করলে হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা গুলোও পুনরায় জীবিত করতে হবে। সবার প্রতি সমান আচরণ করেন। আওয়ামী লীগ ও হাসিনার কথা মেনে চললে হবে না। ভুলে যাবেন না জন্মিলে মরতে হবে। জনগণের প্রতি অন্যায় করলে আল্লাহ তায়ালার কাছে তিনগুণ শাস্তি ভোগ করতে হবে।

বর্তমান সরকার ও সংসদকে অবৈধ আখ্যা দিয়ে বেগম জিয়া বলেন, এই সরকার এবং সংসদে যে আইন পাশ হবে তাই অবৈধ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ক্ষমতার ভাগ নিবেন আর গুম, খুনের দায় নিবেন না তা হতে পারে না। সব কিছুর ভাগ নিতে হবে।

সুন্দরবন সম্পর্কে তিনি বলেন, সুন্দরবনের দুর্ঘটনা ছিল পরিকল্পিত। রামপালের প্রকল্প চালু করার জন্যই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ওই দুর্ঘটনা ঘটিয়েছে।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দল মন্ত্রী পদও নিয়েছেন আবার বিরোধী দলে রয়েছেন। বিরোধী দল ক্ষমতার ভাগ নেবে কিন্তু সরকারের গুম, খুনের দায় ভাগ নেবে না তা হতে পারে না।

শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে নকলের মহোউৎসব শুরু হয়। এদের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়, বেশি বেশি পাশ হয়। কিন্তু পরে ইউনির্ভারসিটিতে গেলে ভর্তি পরীক্ষায় পাশ করতে পারে না।

ছাত্রকনভেশনের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তোমরা শপথ নিয়েছিলে- আইনের শাসন নিশ্চিত করা, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়ানো ও মাথা উঁচু করে দাঁড়াতে আর একবার প্রস্তুত হও আবার যুদ্ধে নামতে।

এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমাদেরও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে কিন্তু মনে রেখ বয়স হলেও সাহস থাকলেই যে কোন কাজ আদায় করা যায়।

র‌্যাব সম্পর্কে তিনি বলেন, র‌্যাবকে বিলুপ্তি করতে হবে। কারণ র‌্যাব এখন পেশাদার খুনিতে পরিণত হয়েছে।

এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্য বলেন, সময় মতো ডাক দেবো। শুধু ঢাকা নয় সারা দেশ ব্যাপি এ আন্দোলন গড়ে তুলতে হবে।

ডাকসুর সাবেক জি এস ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগ সভাপতি সাইফুদ্দিন মনি, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল গোলাম, কাদির কামাল ,শামসুজ্জামান সামু, মোতাহার হোসেন, আশরাফ উদ্দিন খান, হেলেন জেরিন খান ,আসিফা আশরাফি পাপিয়া, শফিকুল ইসলাম মিলন,মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এ জেড এম জাহিদ হোসেন, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদীন, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার, কৃষিবিদ ডা.শামসুল আলম তোফা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান

নিজের জিহবাকে সামলান; প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া

আপডেট টাইম : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪

ঢাকা : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন ‘নিজেদের মুখের ভাষা সংযত করেন পরবর্তীতে অন্যকে উপদেশ দেন। নিজের জিহবা নিজে সংযত করেন, সঘোষিত প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা শোভা পায় না। আমরা চাই আপনিও রাজনীতি করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের সংগ্রামে সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দের ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা বলেন, হাসিনা বাংলাদেশকে খেতে বসেছে। ক্ষমতায় থাকলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের নাম ঠিকানাও থাকবে কি না প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ৯০’ ডাকসুর সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ ছাত্র কনভেনশনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ৯০’র ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

ক্ষমতাসীন সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে আর গুলি চালাবেন না।এবার যদি গুলি চলে তাহলে সেই গুলির জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে। গুম, খুন, হত্যা বন্ধ করুন। জনগণের প্রতি যদি বিশ্বাস ও আস্তা থেকে থাকে তাহলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।দেখি জনগণ কার পাশে রয়েছে। যদি ভালো কাজ করে থাকেন তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসুন।

তিনি বলেন, আমার বয়স হলেও সাহস আছে। দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আজকে বিচার বিভাগ বলে কিছু নেই। বিচার ব্যবস্থা আওয়ামী লীগের পকেটে ডুকে গেছে। বিচারপতিরা চেহারা দেখে বিচার করে। আওয়ামী লীগ হলেই খালাস আর বিএনপি হলে মামলা, জেল, হয়রানি।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, গুলি, টিয়ারসেল উপক্ষো করে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হউন। যে কোনো সময় আন্দোলনের ডাক দেয়া হবে। বিগত দিনের মতো এবার ঢাকার রাজপথ খালি যাবে না। কেননা জালেম সরকারের হাত থেকে রক্ষা পেতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।

কিছু বিশেষ জেলার পুলিশ দিয়ে নিরীহ জনগণের উপর গুলি চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কথায় গুলি করবেন না। একদিন এর জবাব দিতে হবে।

তিনি বলেন, আজ প্রশাসনের প্রতিটি সেক্টরে প্রতিনিয়ত অরাজকতা বিরাজ করছে। সচিবালয়ে অরাজকতা বিরাজমান। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না।

বিচারপতিদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে থাকুন। আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করলে হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা গুলোও পুনরায় জীবিত করতে হবে। সবার প্রতি সমান আচরণ করেন। আওয়ামী লীগ ও হাসিনার কথা মেনে চললে হবে না। ভুলে যাবেন না জন্মিলে মরতে হবে। জনগণের প্রতি অন্যায় করলে আল্লাহ তায়ালার কাছে তিনগুণ শাস্তি ভোগ করতে হবে।

বর্তমান সরকার ও সংসদকে অবৈধ আখ্যা দিয়ে বেগম জিয়া বলেন, এই সরকার এবং সংসদে যে আইন পাশ হবে তাই অবৈধ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ক্ষমতার ভাগ নিবেন আর গুম, খুনের দায় নিবেন না তা হতে পারে না। সব কিছুর ভাগ নিতে হবে।

সুন্দরবন সম্পর্কে তিনি বলেন, সুন্দরবনের দুর্ঘটনা ছিল পরিকল্পিত। রামপালের প্রকল্প চালু করার জন্যই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ওই দুর্ঘটনা ঘটিয়েছে।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দল মন্ত্রী পদও নিয়েছেন আবার বিরোধী দলে রয়েছেন। বিরোধী দল ক্ষমতার ভাগ নেবে কিন্তু সরকারের গুম, খুনের দায় ভাগ নেবে না তা হতে পারে না।

শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে নকলের মহোউৎসব শুরু হয়। এদের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়, বেশি বেশি পাশ হয়। কিন্তু পরে ইউনির্ভারসিটিতে গেলে ভর্তি পরীক্ষায় পাশ করতে পারে না।

ছাত্রকনভেশনের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তোমরা শপথ নিয়েছিলে- আইনের শাসন নিশ্চিত করা, শিক্ষার আলো ঘরে ঘরে ছড়ানো ও মাথা উঁচু করে দাঁড়াতে আর একবার প্রস্তুত হও আবার যুদ্ধে নামতে।

এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমাদেরও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে কিন্তু মনে রেখ বয়স হলেও সাহস থাকলেই যে কোন কাজ আদায় করা যায়।

র‌্যাব সম্পর্কে তিনি বলেন, র‌্যাবকে বিলুপ্তি করতে হবে। কারণ র‌্যাব এখন পেশাদার খুনিতে পরিণত হয়েছে।

এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্য বলেন, সময় মতো ডাক দেবো। শুধু ঢাকা নয় সারা দেশ ব্যাপি এ আন্দোলন গড়ে তুলতে হবে।

ডাকসুর সাবেক জি এস ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগ সভাপতি সাইফুদ্দিন মনি, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল গোলাম, কাদির কামাল ,শামসুজ্জামান সামু, মোতাহার হোসেন, আশরাফ উদ্দিন খান, হেলেন জেরিন খান ,আসিফা আশরাফি পাপিয়া, শফিকুল ইসলাম মিলন,মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা.এ জেড এম জাহিদ হোসেন, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদীন, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার, কৃষিবিদ ডা.শামসুল আলম তোফা প্রমুখ।