পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ Logo বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি’র ঘটনা Logo যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ Logo কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর কোরবান শেখের মৃত্যু বার্ষিকী আজ Logo রাজধানী ভাটারায় মোবাইল কোর্ট পরিচালনার করছে বিআরটিএ Logo মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মহাসচিব তাজুল ইসলাম Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগে বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান Logo বেড়েছে তিস্তার পানি খুলে দেয়া হয়েছে ৪৪ জল কপাট

‘অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে’

ঢাবি : ‘অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে’ এ স্লোগানকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪২২।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ ও রূপসী বাংলা মোড় ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।

বর্ষবরণের এই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমেছে জনতার ঢল। কেউ এসেছেন পরিবার পরিজনদের নিয়ে, কেউ এসেছেন যুগলভাবে। আবার অনেকেই এসেছেন দলবেঁধে। যে যেভাবেই আসুক না কেন দেশীয় পোশাক-পরিচ্ছদে সবাই বিশেষ পরিপাটি।

তরুণ-তরুণী এবং শিশুরাসহ সব বয়সের নারী-পুরুষ সেজেছে রঙিন সাজে। নেই উৎসবের কমতি। নারীরা সাদা জমিনে লাল পেড়ে শাড়িতে খোপায় সাদা ফুল, আর পুরুষদের লাল-সাদা পাঞ্জাবি-পাজামার সাজের অনুকরণে শিশু-কিশোরদের এক বর্ণিল সাজে সেজেছে বাংলাদেশ।

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লোকজ মেলায় ভিন্ন এক সাজে সেজেছে গোটা বাংলাদেশ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পৃথক পৃথক বর্ষবরণ অনুষ্ঠান পুরো ক্যাম্পাস এলাকায় তৈরি করেছে ভিন্ন এক আবহ।

শোভাযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ ও এর আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে থাকেন। ৮টা থেকেই পুরো এলাকা লোকে লোকারণ্য হতে থাকে। লাল-সাদা পোশাকে উচ্ছল নারীদের মাথায় শোভিত নানান রঙের ফুল।

তরুণদের ভেপুর শব্দে আনন্দের উষ্ণতা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তপ্ত রোদে ঘামছেন সবাই, হাতে হাতে বর্ণিল পাখা। “অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে”-মানব মনকে কলুষতা মুক্ত করে অপশক্তির কাছে বন্দি সাধারণ মানুষকে মুক্ত করতে সামনের দিকে প্রকাশিত হয়েছে বড় একটি হাত। দেশের সমৃদ্ধিকে প্রকাশ করছে মা-শিশু। আর শিল্পী জামিনী রায়ের স্মরণে রয়েছে হাতির প্রতিকৃতি।

আর এর সাথে রয়েছে নানা রঙের মুখোশ, রং বে-রঙয়ের চরকি। এছাড়া বাঘ, হাঁস, বিড়াল, শখের হাঁড়ি, শিশু হরিণ, পেঁচা, কাগুজে বাঘ, ছোট-বড়-মাঝারি আকৃতির তুহিন পাখিসহ দারুণ সব মোটিফের কাঠামোও প্রদর্শিত হচ্ছে শোভাযাত্রায়।

তরুণরা ধুতি ও লুঙ্গি পরে ঢোল বাজিয়ে, কেউ একতারা হাতে কেউবা হুঁক্কা, লাঙ্গল, কাঁচি নিয়ে গ্রাম-বাংলার কৃষক সেজে নেচে-গেয়ে মাতিয়ে রাখেন শোভাযাত্রা।

শোভাযাত্রায় নিরাপত্তা রয়েছে চোখে পড়ার মতো। পুলিশ, র‌্যাবের সঙ্গে রয়েছে অন্যান্য সহযোগী আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যও। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর।

Tag :
জনপ্রিয় সংবাদ

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

‘অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে’

আপডেট টাইম : ০৪:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫

ঢাবি : ‘অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে’ এ স্লোগানকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪২২।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ ও রূপসী বাংলা মোড় ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।

বর্ষবরণের এই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমেছে জনতার ঢল। কেউ এসেছেন পরিবার পরিজনদের নিয়ে, কেউ এসেছেন যুগলভাবে। আবার অনেকেই এসেছেন দলবেঁধে। যে যেভাবেই আসুক না কেন দেশীয় পোশাক-পরিচ্ছদে সবাই বিশেষ পরিপাটি।

তরুণ-তরুণী এবং শিশুরাসহ সব বয়সের নারী-পুরুষ সেজেছে রঙিন সাজে। নেই উৎসবের কমতি। নারীরা সাদা জমিনে লাল পেড়ে শাড়িতে খোপায় সাদা ফুল, আর পুরুষদের লাল-সাদা পাঞ্জাবি-পাজামার সাজের অনুকরণে শিশু-কিশোরদের এক বর্ণিল সাজে সেজেছে বাংলাদেশ।

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর লোকজ মেলায় ভিন্ন এক সাজে সেজেছে গোটা বাংলাদেশ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পৃথক পৃথক বর্ষবরণ অনুষ্ঠান পুরো ক্যাম্পাস এলাকায় তৈরি করেছে ভিন্ন এক আবহ।

শোভাযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ ও এর আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে থাকেন। ৮টা থেকেই পুরো এলাকা লোকে লোকারণ্য হতে থাকে। লাল-সাদা পোশাকে উচ্ছল নারীদের মাথায় শোভিত নানান রঙের ফুল।

তরুণদের ভেপুর শব্দে আনন্দের উষ্ণতা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তপ্ত রোদে ঘামছেন সবাই, হাতে হাতে বর্ণিল পাখা। “অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে”-মানব মনকে কলুষতা মুক্ত করে অপশক্তির কাছে বন্দি সাধারণ মানুষকে মুক্ত করতে সামনের দিকে প্রকাশিত হয়েছে বড় একটি হাত। দেশের সমৃদ্ধিকে প্রকাশ করছে মা-শিশু। আর শিল্পী জামিনী রায়ের স্মরণে রয়েছে হাতির প্রতিকৃতি।

আর এর সাথে রয়েছে নানা রঙের মুখোশ, রং বে-রঙয়ের চরকি। এছাড়া বাঘ, হাঁস, বিড়াল, শখের হাঁড়ি, শিশু হরিণ, পেঁচা, কাগুজে বাঘ, ছোট-বড়-মাঝারি আকৃতির তুহিন পাখিসহ দারুণ সব মোটিফের কাঠামোও প্রদর্শিত হচ্ছে শোভাযাত্রায়।

তরুণরা ধুতি ও লুঙ্গি পরে ঢোল বাজিয়ে, কেউ একতারা হাতে কেউবা হুঁক্কা, লাঙ্গল, কাঁচি নিয়ে গ্রাম-বাংলার কৃষক সেজে নেচে-গেয়ে মাতিয়ে রাখেন শোভাযাত্রা।

শোভাযাত্রায় নিরাপত্তা রয়েছে চোখে পড়ার মতো। পুলিশ, র‌্যাবের সঙ্গে রয়েছে অন্যান্য সহযোগী আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যও। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর।