পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালকের বেপরোয়া ঘূষ বাণিজ্য পরিচালকের অনৈতিক চাহিদা পূরণ করতে কর্মকর্তা কর্মচারীদের দফারফা

আসাদুজ্জামান বাবুল /ফারুক আহমেদ সুজন : পরিচালকের অনৈতিক চাহিদা পূরণ করতে কর্মকর্তা কর্মচারীদের দফারফা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক মোঃ আক্কাছ আলী প্রামাণিকের রমরমা ঘূষ বাণিজ্য। জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দপ্তরসমুহের ২০১৩-২০১৪ আথিক বছরের আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য রেকর্ডপত্রয়াদি স্থানীয় ভাবে সরেজমিন যাচাইপূর্বক নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করার জন্য অভ্যন্তরিণ নিরীক্ষাদল গঠন করা হয়।
অভ্যন্তরিণ নিরীক্ষাদলের ইনচার্জ এর দায়িত্ব কে পাবে না পাবে তা নির্ভর করে পরিচালকে কে কত বেশি টাকা দিতে পারব্।ে সর্বচ্চ দাতার জন্যই অভ্যন্তরিণ নিরীক্ষাদলের ইনচার্জ এর দায়িত্বের পদটি নির্বাচন করা হয়। কারণে অকারণে দফায় দফায় চলে পরিচালকের ঘূষ বাণিজ্য । অসহায় সুপারিনটেনডেন্ট, অডিটর ও অফিস সহকারী নিরবে নিভৃত্তিতে পরিচালকের অনৈতিক চাহিদা কেউ কেউ পূরণ করছেন আবার কেউ কেউ অদক্ষতার অপবাদ নিয়ে দিন কাটাচ্ছেন।
সর্বচ্চ দাতা হওয়ার কারণে সুপারেনটেনডেন্ট ছাড়াই শুধু দুইজন অডিটর দিয়েই নিরীক্ষাদল গঠন করা হয়েছে। যাহা নিয়ম সম্মত নয়, নিয়ম বহির্ভুত। এমনকি অফিস সহকারীকে অডিটে পাঠানোর কোনো নিয়ম না থাকলেও শুধ মাত্র ঘূষ লেন-দেনের সঠিক তথ্য পাওয়ার জন্যই পরিচালকের পছন্দের মানুষ হিসেবে ফারুক হোসেন, মোঃ আইয়ুব হোসেন, ফোরকান হালদার রিপন, মোছাব্বির আহম্মেদ, আনোয়ার হোসেন, মোঃ আফজাল হোসেন ও মোঃ তজমল হক, অফিস সহকারীকে অডিটে পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরিণ অডিট পরিদপ্তরের অডিট টিমের কর্মকান্ডের খোজখবর নিতে গেলে, এখানকার দূর্নীতির বিভিন্ন ভয়ংকর চিত্র উঠে আসে। দেখা য়ায়, অডিট দলের কাছে বিভিন্ন অনিয়মের চিত্র ধরা পড়ে থাকলেও মোটা অংকের ঘূষ লেন-দেনের মাধ্যমে সেসব অনিয়মকে বৈধতা দেওয়া হয়েছে। এরকম কিছু অফিসের বিভিন্ন সূত্র থেকে পাওয়া কিছু তথ্য নি¤েœ তুলে ধরা হলো।
গণপূর্ত ঢাকা বিভাগে অডিট করতে ১১ লাখ টাকা, গণপূর্ত মতিঝিল বিভাগের অডিট করতে ৭ লাখ টাকা, গণপূর্ত শেরেবাংলা নগর-১ বিভাগের অডিট করতে ৯ লাখ টাকা, শেরেবাংলা নগর-২ বিভাগ, শেরেবাংলা নগর-৩ বিভাগ, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকার মহাখালী গণপূর্ত বিভাগসহ চট্রগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, রংপুর গণপূর্ত সার্কেল, রংপুর গণপূর্ত বিভাগ, মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ, সিলেট গণপূর্ত বিভাগ, বি-বাড়িয়া গণপূর্ত বিভাগ, নরসিংদী গণপূর্ত বিভাগের প্রত্যেকটি অফিসে মোটা অংকের উৎকোচের মাধ্যমে অডিট আপত্তির নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে আলোচনা করলে তারা বলেন, অতিতে অনেক পরিচালক এখানে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারা কখনই সুপারিনটেনডেন্ট ও অডিটরদের দিয়ে অনৈতিক ভাবে অর্থ উপার্জনের কাজে ব্যবহার করেননি। সিলেট জেলায় ভ্রমন না করেই ভূয়া বিল ভাউচার বানিয়ে বিল উত্তোলন করেছেন। শুধু সিলেট জেলায় নয়, দেশের বিভিন্ন জেলায় অডিট মিটিংয়ের নামে ভূয়া জিও বানিয়ে অর্থ আতœসাতের ও অসংখ্য অভিযোগ রয়েছে। শুধু তাই নয় অনুসন্ধানে আরো দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অডিটর মোঃ আতাউর রহমান এর চাকুরী অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন্। সেই ব্যক্তিকেও অডিট টিমে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের অডিট কাজে নিয়োজিত আছেন। আইনগত ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তার চাকুরী অবৈধ ঘোষণার সাথে সাথে তার চাকুরী থাকার কথা নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এর রকম একটি আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিচালক উক্ত ব্যক্তিকে দিয়ে কাজ করানো চাকুরী বিধির শৃঙ্খালা বিরোধী নয় কি?
অর্থ উপার্জনের দৌড়ে হারতে নারাজ পরিচালক আক্কাছ আলী প্রামাণিক। যেন তেন উপায়ে অর্থ উপার্জন একমাত্র লক্ষ। কারণ গত ফেব্রুয়ারী মাসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরিন নিরীক্ষা পরিদপ্তরের উদ্যোগে এক বনভোজন অনুষ্টানের আয়োজন করেন।
উক্ত বনভোজন কে উপলক্ষ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকা জেলাসহ বিভিন্ন জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে চান্দা তোলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বনভোজনে আগত অতিথি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ন সচিবদের উপহার দেওয়ার জন্য প্রত্যেক সুপারিনটেনডেন্ট এবং অডিটরদের নিকট থেকে ৩-৫ হাজার টাকা করে চান্দা তোলার ও অভিযোগ পাওয়া গেছে। সূত্রটি আরো জানায়, পরিচালক নিজের জন্য তার পছন্দ মতো ৭ হাজার টাকা মূল্যের একটি চাঁদর কিনে উপহার দিতে বাধ্য করেছেন কর্মচারীদের।
বিভিন্ন টিমের বেশ কয়েকজন সুপারিনটেনডেন্ট ও অডিটর ( ইনচার্জ) এর সাথে এ ব্যাপারে কথা হলে নাম গোপন রাথার সর্তে তারা বলেন, আমরা সরেজমিন যাচাই পুর্বক অডিট আপত্তির রিপোর্ট তৈরি করেদি আর পরিচালক তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে এসব আপত্তির সমাধান করেন। এই টাকার পুরোটাই পরিচালক একলা ভোগ করেন নামেমাত্র কিছু টাকা অডিটরদের মাঝে ভাগ করে দেন এবং দ্বিপক্ষীয় মিটিংয়ে কোন সুপারিনটেনডেন্ট ও অডিটরদের উপস্তিত থাকতে দেন না।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের অনিয়ম ও দূর্নীতির প্রতিকারের জন্য গঠিত অভ্যন্তরিণ নিরীক্ষা পরিদপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দুর্নীতি দমন কমিশনের তদন্ত আজ জরুরি হয়ে দেখা দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালকের বেপরোয়া ঘূষ বাণিজ্য পরিচালকের অনৈতিক চাহিদা পূরণ করতে কর্মকর্তা কর্মচারীদের দফারফা

আপডেট টাইম : ০৩:১৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫

আসাদুজ্জামান বাবুল /ফারুক আহমেদ সুজন : পরিচালকের অনৈতিক চাহিদা পূরণ করতে কর্মকর্তা কর্মচারীদের দফারফা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক মোঃ আক্কাছ আলী প্রামাণিকের রমরমা ঘূষ বাণিজ্য। জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দপ্তরসমুহের ২০১৩-২০১৪ আথিক বছরের আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য রেকর্ডপত্রয়াদি স্থানীয় ভাবে সরেজমিন যাচাইপূর্বক নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করার জন্য অভ্যন্তরিণ নিরীক্ষাদল গঠন করা হয়।
অভ্যন্তরিণ নিরীক্ষাদলের ইনচার্জ এর দায়িত্ব কে পাবে না পাবে তা নির্ভর করে পরিচালকে কে কত বেশি টাকা দিতে পারব্।ে সর্বচ্চ দাতার জন্যই অভ্যন্তরিণ নিরীক্ষাদলের ইনচার্জ এর দায়িত্বের পদটি নির্বাচন করা হয়। কারণে অকারণে দফায় দফায় চলে পরিচালকের ঘূষ বাণিজ্য । অসহায় সুপারিনটেনডেন্ট, অডিটর ও অফিস সহকারী নিরবে নিভৃত্তিতে পরিচালকের অনৈতিক চাহিদা কেউ কেউ পূরণ করছেন আবার কেউ কেউ অদক্ষতার অপবাদ নিয়ে দিন কাটাচ্ছেন।
সর্বচ্চ দাতা হওয়ার কারণে সুপারেনটেনডেন্ট ছাড়াই শুধু দুইজন অডিটর দিয়েই নিরীক্ষাদল গঠন করা হয়েছে। যাহা নিয়ম সম্মত নয়, নিয়ম বহির্ভুত। এমনকি অফিস সহকারীকে অডিটে পাঠানোর কোনো নিয়ম না থাকলেও শুধ মাত্র ঘূষ লেন-দেনের সঠিক তথ্য পাওয়ার জন্যই পরিচালকের পছন্দের মানুষ হিসেবে ফারুক হোসেন, মোঃ আইয়ুব হোসেন, ফোরকান হালদার রিপন, মোছাব্বির আহম্মেদ, আনোয়ার হোসেন, মোঃ আফজাল হোসেন ও মোঃ তজমল হক, অফিস সহকারীকে অডিটে পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরিণ অডিট পরিদপ্তরের অডিট টিমের কর্মকান্ডের খোজখবর নিতে গেলে, এখানকার দূর্নীতির বিভিন্ন ভয়ংকর চিত্র উঠে আসে। দেখা য়ায়, অডিট দলের কাছে বিভিন্ন অনিয়মের চিত্র ধরা পড়ে থাকলেও মোটা অংকের ঘূষ লেন-দেনের মাধ্যমে সেসব অনিয়মকে বৈধতা দেওয়া হয়েছে। এরকম কিছু অফিসের বিভিন্ন সূত্র থেকে পাওয়া কিছু তথ্য নি¤েœ তুলে ধরা হলো।
গণপূর্ত ঢাকা বিভাগে অডিট করতে ১১ লাখ টাকা, গণপূর্ত মতিঝিল বিভাগের অডিট করতে ৭ লাখ টাকা, গণপূর্ত শেরেবাংলা নগর-১ বিভাগের অডিট করতে ৯ লাখ টাকা, শেরেবাংলা নগর-২ বিভাগ, শেরেবাংলা নগর-৩ বিভাগ, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকার মহাখালী গণপূর্ত বিভাগসহ চট্রগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, রংপুর গণপূর্ত সার্কেল, রংপুর গণপূর্ত বিভাগ, মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ, সিলেট গণপূর্ত বিভাগ, বি-বাড়িয়া গণপূর্ত বিভাগ, নরসিংদী গণপূর্ত বিভাগের প্রত্যেকটি অফিসে মোটা অংকের উৎকোচের মাধ্যমে অডিট আপত্তির নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে আলোচনা করলে তারা বলেন, অতিতে অনেক পরিচালক এখানে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারা কখনই সুপারিনটেনডেন্ট ও অডিটরদের দিয়ে অনৈতিক ভাবে অর্থ উপার্জনের কাজে ব্যবহার করেননি। সিলেট জেলায় ভ্রমন না করেই ভূয়া বিল ভাউচার বানিয়ে বিল উত্তোলন করেছেন। শুধু সিলেট জেলায় নয়, দেশের বিভিন্ন জেলায় অডিট মিটিংয়ের নামে ভূয়া জিও বানিয়ে অর্থ আতœসাতের ও অসংখ্য অভিযোগ রয়েছে। শুধু তাই নয় অনুসন্ধানে আরো দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অডিটর মোঃ আতাউর রহমান এর চাকুরী অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন্। সেই ব্যক্তিকেও অডিট টিমে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের অডিট কাজে নিয়োজিত আছেন। আইনগত ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তার চাকুরী অবৈধ ঘোষণার সাথে সাথে তার চাকুরী থাকার কথা নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এর রকম একটি আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিচালক উক্ত ব্যক্তিকে দিয়ে কাজ করানো চাকুরী বিধির শৃঙ্খালা বিরোধী নয় কি?
অর্থ উপার্জনের দৌড়ে হারতে নারাজ পরিচালক আক্কাছ আলী প্রামাণিক। যেন তেন উপায়ে অর্থ উপার্জন একমাত্র লক্ষ। কারণ গত ফেব্রুয়ারী মাসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরিন নিরীক্ষা পরিদপ্তরের উদ্যোগে এক বনভোজন অনুষ্টানের আয়োজন করেন।
উক্ত বনভোজন কে উপলক্ষ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকা জেলাসহ বিভিন্ন জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে চান্দা তোলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বনভোজনে আগত অতিথি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ন সচিবদের উপহার দেওয়ার জন্য প্রত্যেক সুপারিনটেনডেন্ট এবং অডিটরদের নিকট থেকে ৩-৫ হাজার টাকা করে চান্দা তোলার ও অভিযোগ পাওয়া গেছে। সূত্রটি আরো জানায়, পরিচালক নিজের জন্য তার পছন্দ মতো ৭ হাজার টাকা মূল্যের একটি চাঁদর কিনে উপহার দিতে বাধ্য করেছেন কর্মচারীদের।
বিভিন্ন টিমের বেশ কয়েকজন সুপারিনটেনডেন্ট ও অডিটর ( ইনচার্জ) এর সাথে এ ব্যাপারে কথা হলে নাম গোপন রাথার সর্তে তারা বলেন, আমরা সরেজমিন যাচাই পুর্বক অডিট আপত্তির রিপোর্ট তৈরি করেদি আর পরিচালক তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে এসব আপত্তির সমাধান করেন। এই টাকার পুরোটাই পরিচালক একলা ভোগ করেন নামেমাত্র কিছু টাকা অডিটরদের মাঝে ভাগ করে দেন এবং দ্বিপক্ষীয় মিটিংয়ে কোন সুপারিনটেনডেন্ট ও অডিটরদের উপস্তিত থাকতে দেন না।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের অনিয়ম ও দূর্নীতির প্রতিকারের জন্য গঠিত অভ্যন্তরিণ নিরীক্ষা পরিদপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দুর্নীতি দমন কমিশনের তদন্ত আজ জরুরি হয়ে দেখা দিয়েছে।