পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী Logo পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭ জনকে পুশইন Logo মহানবীকে কটুক্তি করায় বাবা ছেলেকে পুলিশে দিলো এলাকাবাসী, থানা ঘেরাও Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি

এ সময়ে ‘নিপুণ’ !

বাংলার খবর২৪.কম 500x350_44ace4c4c4b72abf04da9c0effd91d36_nipunবিনোদন ডেস্কঃ প্রায় এক দশক ধরে মিডিয়ায় সরব আছেন নিপুণ। ‘সাজঘর’ ছবিতে অভিনয়ের সুবাদে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০০৯সালে ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ নায়িকা। আর এতে করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষুধা তার বেড়েই চলেছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। নিপুণ বলেন, আমি শুরুতে চলচ্চিত্রে অনেকটা শখ ও খুশির কারণেই আসি। একটা সময়ে তা ধারাবাহিকতা পায়। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকি। হূমায়ুন আহমেদের কাহিনী নিয়ে শাহআলম কিরণ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘সাজঘর’ ছবিতে পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আসলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহ জুগিয়েছে। তারপর থেকে কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করতে থাকি। আর সেভাবেই এখনও পথ চলছি। নিপুণের কাজ চলা এবং মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে রয়েছে শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’, জি সরকারের ‘লাভ ২০১৪’, রুপালি চ্যাটার্জির ‘পরিচয়’ (কলকাতা), বাপ্পারাজের ‘কার্তুজ’ ও গাজী মাজহারুল আনোয়ারের ‘আপসহীন’, ইসমাত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, ডা. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’।সব মিলিয়ে বলা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আবারও পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাময় বিভিন্ন ছবি নিয়েই এখন সময় পার করছেন। সিনিয়র অভিনেত্রীরা যেখানে ক্যারিয়ার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, নিপুণ সেখানে একের পর এক দুর্দান্ত সব ছবির শুটিং করেই চলছেন। ঈদে নিপুণ অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি ভাল ব্যবসা করেছে। নিপুণ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মেয়ে তানিশাকে লন্ডনের একটি স্কুলে ভর্তি করানোর জন্য তার এই লন্ডন যাওয়া। সেখানে তার বড় বোন থাকেন। নিপুণ এক মাস থাকবেন লন্ডনে। ফিরে এসে ঈদে-উল আযহা’র কিছু কাজ করবেন।

Tag :

কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

এ সময়ে ‘নিপুণ’ !

আপডেট টাইম : ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম 500x350_44ace4c4c4b72abf04da9c0effd91d36_nipunবিনোদন ডেস্কঃ প্রায় এক দশক ধরে মিডিয়ায় সরব আছেন নিপুণ। ‘সাজঘর’ ছবিতে অভিনয়ের সুবাদে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০০৯সালে ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ নায়িকা। আর এতে করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষুধা তার বেড়েই চলেছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। নিপুণ বলেন, আমি শুরুতে চলচ্চিত্রে অনেকটা শখ ও খুশির কারণেই আসি। একটা সময়ে তা ধারাবাহিকতা পায়। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকি। হূমায়ুন আহমেদের কাহিনী নিয়ে শাহআলম কিরণ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘সাজঘর’ ছবিতে পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আসলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহ জুগিয়েছে। তারপর থেকে কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করতে থাকি। আর সেভাবেই এখনও পথ চলছি। নিপুণের কাজ চলা এবং মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে রয়েছে শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’, জি সরকারের ‘লাভ ২০১৪’, রুপালি চ্যাটার্জির ‘পরিচয়’ (কলকাতা), বাপ্পারাজের ‘কার্তুজ’ ও গাজী মাজহারুল আনোয়ারের ‘আপসহীন’, ইসমাত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, ডা. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’।সব মিলিয়ে বলা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আবারও পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাময় বিভিন্ন ছবি নিয়েই এখন সময় পার করছেন। সিনিয়র অভিনেত্রীরা যেখানে ক্যারিয়ার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, নিপুণ সেখানে একের পর এক দুর্দান্ত সব ছবির শুটিং করেই চলছেন। ঈদে নিপুণ অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি ভাল ব্যবসা করেছে। নিপুণ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মেয়ে তানিশাকে লন্ডনের একটি স্কুলে ভর্তি করানোর জন্য তার এই লন্ডন যাওয়া। সেখানে তার বড় বোন থাকেন। নিপুণ এক মাস থাকবেন লন্ডনে। ফিরে এসে ঈদে-উল আযহা’র কিছু কাজ করবেন।