অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!

বাংলার খবর২৪.কম500x350_a2fa215985488335843314b061f96128_Parineeti-Chopra-In-Beautiful-Dress ডেস্কঃ শারীরিক গঠনে একটু মোটা হওয়ায় কোনো ছবিতেই পরিনীতিকে বিকিনি পরে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু যেভাবে হাওয়া বদল হচ্ছে তাতে বিকিনি না পরতে পারলে তো টেকাই যাবে না! তাই এবার নিজের শরীর ঠিক করতে আদাপানি খেয়ে নেমেছেন বলিউড তারকা পারিনীতি চোপড়া।
২০১১ সালের ‘লেডিস ভার্সেস রিকি ভাল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও একজন ইনভেস্টার ব্যাংকার হতে চেয়েছিলেন পারিনীতি । আর যে জন্য ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রিও নেন। তবে ২০০৯ সালে ভারতে এসে ইয়াশ রাজ ফিল্মসে জনসংযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন।

এখন অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কিন্তু হালে টিকে থাকতে হলে যে নিজেকে একটু পাল্টাতে হবে সেটা ভালো করেই বুঝেছেন পারিনীতি। আর সে জন্যই নাকি রোগা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছেন। জিমে যাচ্ছেন ওজন ঝরাতে। ওজন কমানোর বিষয়ে তিনি নাকি রীতিমতো সিরিয়াস। যত দ্রুত সম্ভব বিকিনি পরে তিনি দর্শকদের চমকে দিতে চান।

এ প্রসঙ্গে পারিনীতি বলেন, ‘আমি নিশ্চিত যে, বিকিনি পরে আমাকে দেখা যাবে। কিন্তু তার জন্য সঠিক সুযোগ পাওয়া চাই। ওই পোশাকে যাতে আমাকে ভালো লাগে, তার জন্য আদর্শ শরীর তৈরি করতে আমি চেষ্টা করছি।’-ওয়েবসাইট

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!

আপডেট টাইম : ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_a2fa215985488335843314b061f96128_Parineeti-Chopra-In-Beautiful-Dress ডেস্কঃ শারীরিক গঠনে একটু মোটা হওয়ায় কোনো ছবিতেই পরিনীতিকে বিকিনি পরে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু যেভাবে হাওয়া বদল হচ্ছে তাতে বিকিনি না পরতে পারলে তো টেকাই যাবে না! তাই এবার নিজের শরীর ঠিক করতে আদাপানি খেয়ে নেমেছেন বলিউড তারকা পারিনীতি চোপড়া।
২০১১ সালের ‘লেডিস ভার্সেস রিকি ভাল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও একজন ইনভেস্টার ব্যাংকার হতে চেয়েছিলেন পারিনীতি । আর যে জন্য ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রিও নেন। তবে ২০০৯ সালে ভারতে এসে ইয়াশ রাজ ফিল্মসে জনসংযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন।

এখন অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কিন্তু হালে টিকে থাকতে হলে যে নিজেকে একটু পাল্টাতে হবে সেটা ভালো করেই বুঝেছেন পারিনীতি। আর সে জন্যই নাকি রোগা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছেন। জিমে যাচ্ছেন ওজন ঝরাতে। ওজন কমানোর বিষয়ে তিনি নাকি রীতিমতো সিরিয়াস। যত দ্রুত সম্ভব বিকিনি পরে তিনি দর্শকদের চমকে দিতে চান।

এ প্রসঙ্গে পারিনীতি বলেন, ‘আমি নিশ্চিত যে, বিকিনি পরে আমাকে দেখা যাবে। কিন্তু তার জন্য সঠিক সুযোগ পাওয়া চাই। ওই পোশাকে যাতে আমাকে ভালো লাগে, তার জন্য আদর্শ শরীর তৈরি করতে আমি চেষ্টা করছি।’-ওয়েবসাইট