
বাংলার খবর২৪.কম : এথেন্স এয়ারপোর্টে ঝিনুকের ব্রা পরে নিজের প্রাইভেট বিমান থেকে নামেন লেডি গাগা। তার এ পোশাক দেখে অবাক ভক্তরা। তাকে একবার দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা।
একটি অনুষ্ঠানের জন্য এথেন্স যান ২৮ বছর বয়সী পপস্টার লেডি গাগা। সেখানেও নিজের আবেদনময়ী শরীর দেখিয়ে ভক্তদের নাচিয়ে তুলেন তিনি।
শুধু ঝিনু পোশাক পরেই ক্ষ্যান্ত হননি এ গায়িকা, এথেন্সের একটা হোটেলের বাথরুমে নিজের কিছু নগ্ন ছবি তুলে স্যোশাল মিডিয়াতেও পোস্ট করেন। সম্প্রতি ইন্টারনেটে তার এই ছবিগুলো সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে।
যদিও নিন্দুকেরা বলছেন, নিজের জনপ্রিয়তা বাড়াতেই এমন আচরণ করেছেন গাগা। আবেদনময়ী নাচের সঙ্গে পপ গান আর বাইরের লাগামহীন উচ্ছৃঙ্খল জীবনযাপন তাকে আলোচিত করেছে আরো।