
ডেস্কঃ কোনো পরাজিত শক্তি এমপি গাজী’র তৃতীয় বারের মতো নমিনেশন ঠেকাতে পারবে না——মাসুদ পাঠান।
একাদশ নির্বাচন কে সামনে রেখে তৃতীয় বারের মত গোলাম দস্তগীর গাজী সাহেবের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে কাজ করে যাচ্ছেন রুপগঞ্জের
কায়েতপারা পশ্চিমগাও এলাকার স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ পাঠান।
তিনি বলেন পশ্চিমগাও ৮নং ওয়ার্ডে উন্নয়নে গাজীবাইপাস রোড,গ্যাস,সোলার,সামাসিবল,মার্দাসা রোড, দক্ষিনপাড়া বিদুৎ সংযোগ, আরো বিভিন্ন উন্নয়নে গাজী সাহেবের বিকল্প নাই। যা এ এলাকার মানুষ কোন দিন আশা করি নি সেটা গাজী সাহেব করে দেখিয়েছেন বিশাল এক বাজেটের গাজী বাইপাস রোড করে! আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো।
রুপগন্জে এর মানুষ তাকে পুনরায় এমপি হিসেবে পাবার আশায় বেকুল হয়ে গেছে। আমরা তাকে নির্বাচনে আবারো তৃতীয় বারের মতো এম পি হিসেবে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ।