
বাংলার খবর২৪.কম : আবাহনীর সাবেক ফুটবলার আজহার হোসেন বাবু ও তার বড় ভাই কবিরকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পল্লবী থানার এসআই শামসুর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর আহত বাবু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বাবুদের পল্লবীর ৮নং রোডের ৪২নং বাসার কাজের মেয়ে একটি ছেলের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে এসআই শামসুর রহমানের হাতে ধরা পড়ে।
পরে তিনি তাদের থানায় নিয়ে যান এবং বাবুকে ফোন করেন।
বাবু তার বড় ভাই কবিরসহ থানায় আসার পরেই ঘটে মূল কাহিনী। কথার কথায় এক সময় এসআই শামসুর রহমান বাবুকে পিস্তলের বাট দিয়ে আঘাত করতে থাকে। এ সময় কবির তাকে বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে জানিয়েছেন বাবুর বড় ভাই কবির।
পরে বাবুকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মারপিটের বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার এসআই শামসুর রহমান অস্বীকার করে বলেন, বাবু আর কবির দীর্ঘদিন ধরে তাদের বাসার কাজের মেয়ে শারমিনকে মারধর করে আসছিল।
আজ বৃহস্পতিবার শারমিন বাড়ি থেকে পালিয়ে এসে থানায় তাদের নামে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতেই বাবুকে থানায় ডাকা হয়। কিন্তু তাকে কোনো প্রকার মারধর করা হয়নি।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমনটা আমিও শুনেছি। তবে এখনই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।