
বাংলার খবর২৪.কম : ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেলে রাজধানীর গাবতলীতে বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজ বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শেষ হচ্ছে। রাজধানীসহ সারা দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
কোরবানির হাটের নিরাপত্তা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরায় রাজধানীর সব কোরবানির হাট পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতারক চক্র ধরতে সাদা পোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও জাল টাকা ধরতে মেশিন বসানো হয়েছে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ঘরে ফেরা মানুষের নিরাপত্তা বিঘ্নকারীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ধর্মপ্রাণ মানুষ যেন পরিবারের কাছে নির্বিঘ্নে যেতে পারে এবং কর্মস্থলে ফিরে আসতে পারে সে জন্য রাজধানীসহ সারাদেশে রাস্তাঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদ ও পূজা উপলক্ষে রাস্তা-ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশকে সব নির্দেশনা দেয়া হয়েছে।’
অজ্ঞান পার্টি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অজ্ঞানপার্টি ঈদের মতো উৎসবের সময় দৌরাত্ম চালায়। তবে এবার এই প্রতারক চক্রের দৌরাত্ম বন্ধে ডিএমপির প্রত্যেকটি বিভাগকে নির্দেশনা দেয়া আছে। রাজধানী ও এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির প্রধান হাজি ইমরানসহ এ পর্যন্ত মোট ৮৬ জনকে আটক করেছে পুলিশ।’
ঈদে যারা বাড়ি যাচ্ছেন তারা পথিমধ্যে অপরিচিতদের কাছ থেকে কোনো ধরণের খাবার গ্রহণ করবেন না বলে সর্বসাধারণের প্রতি অনুরোধ রাখেন প্রতিমন্ত্রী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমী, এবং ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।