অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মার্কেট ও শপিং মলে জমে উঠেছে কেনাকাটা

(বগুড়া) প্রতিনিধি:
সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আসন্ন এই দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন মার্কেটে ও শপিংমলে জমে উঠেছে জমজমাট পূজার কেনাকাট। আস্তে আস্তে উৎসবের আমেজে ফিরেছেন মানুষ। বগুড়ার বিভিন্ন মার্কেটে ও শপিংমলে ফিরেছে চিরচেনা ভিড়। চলছে শরৎ কাল। কখনও নীল আকাশে রোদের দাপট, কখনও হঠাৎ করে আকাশ কালো হয়ে নামছে বৃষ্টি। এতকিছু ছাপিয়ে পূজার মার্কেট এবারও জমজমাট। এরই মধ্যে পূজা উপলক্ষ্যে সবার কেনাকাটা প্রায় শেষের পথে। এর মাঝেও অপূরণীয় থেকে যায় অনেক কিছু। পূজা উপলক্ষ্যে এবছর মার্কেটে-মার্কেটে ও শপিংমল, অনলাইন, অফলাইন ও পাড়ার দোকান থেকেও কিনছেন পোশাক, খাবার, পূজার জিনিসপত্র। ছাড়াও উৎসবের সময় সেরা হওয়ার সব অনুষজ্ঞ।
পূজা শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি রয়েছেন। এরই আসন্ন দূর্গা পূজা উপলক্ষে, যে যার সাধ্য মতে নিজের কেনাকাটা ও পরিবারের অন্য সদস্যদের কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, পুকুরপাড় মার্কেট, হকার্স মার্কেট, রানার প্লাজা, পুলিশ প্লাজা ছাড়াও শহরের বিভিন্ন শপিংমল ও বিপনীবিতাণগুলোতে উৎসব প্রিয়দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তে রেডিমেড দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবার পূজার পোশাক কেনার জন্য খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে আবহাওয়া কিছুটা ফুরফুরে থাকার কারণে কাজেই জমকালো পোশাকের কদর এবার একটু বেশি। তরুণীরা লাল, কমলা ছাড়াও উজ্জ্বল বাহারী রঙের ও বিভিন্ন ডিজাইনের কামিজ, কুর্তি, গাউন, ঘের দেওয়া জামা কিনলেও নারীরা কিনছেন জামদানী ও বিভিন্ন ধরনের সফট্ কাতান, তসর, বিভিন্ন ধরণের সিল্ক শাড়ি। এরপরের পছন্দ জর্জেট ধরনের শাড়ি ও হাফসিল্ক এবং দেশি তাঁতের শাড়ি। নিউ মার্কেটের শাড়ি ব্যবসায়ী সারোয়ার জানান, এই উৎসবকে কেন্দ্র করে সারাবছর তারা টাকা জমিয়ে রাখেন। সেই হিসেবে পূজা উপলক্ষ্যে ভালই ব্যবসা হচ্ছে। নারীদের পছন্দের তালিকায় এখনও শাড়িই সেরা। তারা পছন্দ করে কিনছেন দেশি, ইন্ডিয়ান ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। একই মার্কেটের মেয়েদের কাপড়ের একটি বড় প্রতিষ্ঠান মাসুম ক্লথ স্টোর। প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি মো. সাহিদ জানান, এখনও বেচাকেনা চলছে, মাসের শুরুতে বেতন হলে বেচাকেনা জমে উঠবে। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সাধারণ ক্রেতারাও আসছেন। বেচাকেনা চলছে। পূজার আগের দিন পর্যন্ত বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। এদিকে গতকাল নিউ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন অতশি রায় ও তার মেয়ে শুভ্রা রায়। তারা জানান, দুই-তিন মাস আগে থেকেই পূজা উপলক্ষ্যে কেনাকাটা করছেন। এখনও শেষ হয়নি। একদিন, একদিন করে পরিবারের সদস্যদের পছন্দের ড্রেস-স্যান্ডেল, জুয়েলারি কিনছেন। এখন এসেছেন টেইলার্স থেকে তার এবং মায়ের সালোয়ার এবং ছায়া-ব্লাউজ ডেলিভারি নেয়ার জন্য। এরপর আগামীকাল আসবেন মায়ের জন্য নতুন শাখা, সিঁদুর ও পূজা সামগ্রী কেনার জন্য। আবার কেউ কেউ প্রতিমাকে পরাতে নতুন শাড়ি, সিঁদুর সংগ্রহ করছেন অনেকেই। স্বাভাবিক সময়ের চেয়ে এসময় উপলক্ষ্যকে কেন্দ্র করে বিক্রি বেশ ভালো বলে জানালেন বিক্রেতারা। মাঝে বেশ কিছুদিন বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে অনলাইনে ব্যবসা বন্ধ থাকলেও এখন ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। এখন পরিস্থিতি ভালো আছে। তারপরও ব্যস্ত নাগরিক জীবনে সময় বের করে মার্কেটে গিয়ে কেনাকাটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কেউ আবার অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন। পূজার আগে অনলাইনেও বেড়েছে কেনাকাটা।
এদিকে পূজা উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা প্রত্যন্ত এলাকার মানুষ শহরমূখি হওয়ায় শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা, বড়গোলা, থানামোড়, ফতেহআলী মোড়, কাঁঠালতলা, ইয়াকুবিয়া, গোহাইল রোডসহ গোটা শহরে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। হঠাৎ বৃষ্টি, গরম ও যানজট এসব ভোগান্তি উপেক্ষা করেই শহরের বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে উৎসবের জন্য পছন্দের পোশাক ও পূজার অন্যান্য কেনাকাট সারছেন উৎসবপ্রিয়রা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মার্কেট ও শপিং মলে জমে উঠেছে কেনাকাটা

আপডেট টাইম : ০৪:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

(বগুড়া) প্রতিনিধি:
সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আসন্ন এই দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন মার্কেটে ও শপিংমলে জমে উঠেছে জমজমাট পূজার কেনাকাট। আস্তে আস্তে উৎসবের আমেজে ফিরেছেন মানুষ। বগুড়ার বিভিন্ন মার্কেটে ও শপিংমলে ফিরেছে চিরচেনা ভিড়। চলছে শরৎ কাল। কখনও নীল আকাশে রোদের দাপট, কখনও হঠাৎ করে আকাশ কালো হয়ে নামছে বৃষ্টি। এতকিছু ছাপিয়ে পূজার মার্কেট এবারও জমজমাট। এরই মধ্যে পূজা উপলক্ষ্যে সবার কেনাকাটা প্রায় শেষের পথে। এর মাঝেও অপূরণীয় থেকে যায় অনেক কিছু। পূজা উপলক্ষ্যে এবছর মার্কেটে-মার্কেটে ও শপিংমল, অনলাইন, অফলাইন ও পাড়ার দোকান থেকেও কিনছেন পোশাক, খাবার, পূজার জিনিসপত্র। ছাড়াও উৎসবের সময় সেরা হওয়ার সব অনুষজ্ঞ।
পূজা শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি রয়েছেন। এরই আসন্ন দূর্গা পূজা উপলক্ষে, যে যার সাধ্য মতে নিজের কেনাকাটা ও পরিবারের অন্য সদস্যদের কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, পুকুরপাড় মার্কেট, হকার্স মার্কেট, রানার প্লাজা, পুলিশ প্লাজা ছাড়াও শহরের বিভিন্ন শপিংমল ও বিপনীবিতাণগুলোতে উৎসব প্রিয়দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তে রেডিমেড দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবার পূজার পোশাক কেনার জন্য খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে আবহাওয়া কিছুটা ফুরফুরে থাকার কারণে কাজেই জমকালো পোশাকের কদর এবার একটু বেশি। তরুণীরা লাল, কমলা ছাড়াও উজ্জ্বল বাহারী রঙের ও বিভিন্ন ডিজাইনের কামিজ, কুর্তি, গাউন, ঘের দেওয়া জামা কিনলেও নারীরা কিনছেন জামদানী ও বিভিন্ন ধরনের সফট্ কাতান, তসর, বিভিন্ন ধরণের সিল্ক শাড়ি। এরপরের পছন্দ জর্জেট ধরনের শাড়ি ও হাফসিল্ক এবং দেশি তাঁতের শাড়ি। নিউ মার্কেটের শাড়ি ব্যবসায়ী সারোয়ার জানান, এই উৎসবকে কেন্দ্র করে সারাবছর তারা টাকা জমিয়ে রাখেন। সেই হিসেবে পূজা উপলক্ষ্যে ভালই ব্যবসা হচ্ছে। নারীদের পছন্দের তালিকায় এখনও শাড়িই সেরা। তারা পছন্দ করে কিনছেন দেশি, ইন্ডিয়ান ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। একই মার্কেটের মেয়েদের কাপড়ের একটি বড় প্রতিষ্ঠান মাসুম ক্লথ স্টোর। প্রতিষ্ঠানের একজন বিক্রয় প্রতিনিধি মো. সাহিদ জানান, এখনও বেচাকেনা চলছে, মাসের শুরুতে বেতন হলে বেচাকেনা জমে উঠবে। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সাধারণ ক্রেতারাও আসছেন। বেচাকেনা চলছে। পূজার আগের দিন পর্যন্ত বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। এদিকে গতকাল নিউ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন অতশি রায় ও তার মেয়ে শুভ্রা রায়। তারা জানান, দুই-তিন মাস আগে থেকেই পূজা উপলক্ষ্যে কেনাকাটা করছেন। এখনও শেষ হয়নি। একদিন, একদিন করে পরিবারের সদস্যদের পছন্দের ড্রেস-স্যান্ডেল, জুয়েলারি কিনছেন। এখন এসেছেন টেইলার্স থেকে তার এবং মায়ের সালোয়ার এবং ছায়া-ব্লাউজ ডেলিভারি নেয়ার জন্য। এরপর আগামীকাল আসবেন মায়ের জন্য নতুন শাখা, সিঁদুর ও পূজা সামগ্রী কেনার জন্য। আবার কেউ কেউ প্রতিমাকে পরাতে নতুন শাড়ি, সিঁদুর সংগ্রহ করছেন অনেকেই। স্বাভাবিক সময়ের চেয়ে এসময় উপলক্ষ্যকে কেন্দ্র করে বিক্রি বেশ ভালো বলে জানালেন বিক্রেতারা। মাঝে বেশ কিছুদিন বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে অনলাইনে ব্যবসা বন্ধ থাকলেও এখন ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। এখন পরিস্থিতি ভালো আছে। তারপরও ব্যস্ত নাগরিক জীবনে সময় বের করে মার্কেটে গিয়ে কেনাকাটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কেউ আবার অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন। পূজার আগে অনলাইনেও বেড়েছে কেনাকাটা।
এদিকে পূজা উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা প্রত্যন্ত এলাকার মানুষ শহরমূখি হওয়ায় শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা, বড়গোলা, থানামোড়, ফতেহআলী মোড়, কাঁঠালতলা, ইয়াকুবিয়া, গোহাইল রোডসহ গোটা শহরে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে। হঠাৎ বৃষ্টি, গরম ও যানজট এসব ভোগান্তি উপেক্ষা করেই শহরের বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে উৎসবের জন্য পছন্দের পোশাক ও পূজার অন্যান্য কেনাকাট সারছেন উৎসবপ্রিয়রা।