অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীরামপুর ইউনিয়নের জাহিদকে দেখতে ছুটে যান জামায়াতে আমির, সেক্রেটারি: আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারবাড়ী, মুন্সিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ ঢাকার বসুন্ধরা স্টিল মিলে কাজ করার সময় স্টিলের বোর্ড পায়ে পড়ে পা ভেঙে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার সার্বিক খোঁজ-খবর নেওয়া এবং সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, শ্রীরামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহেরসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

উপজেলা আমীর হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ এ সময় আহত জাহিদুল ইসলাম জাহিদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। তিনি এ ধরনের দুর্ঘটনা রোধে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় জাহিদুল ইসলাম জাহিদের পরিবার এ সময় আর্থিক ও মানসিকভাবে কিছুটা স্বস্তি লাভ করে।

এসময় জামায়াতে আমির ও সেক্রেটারি বলেন, এই ঘটনায় আমরা সকলেই গভীরভাবে মর্মাহত। জাহিদুল ইসলাম জাহিদের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ নিরাময়ের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে শিফা দান করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য্য ও সাহস দান করুন, আমীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীরামপুর ইউনিয়নের জাহিদকে দেখতে ছুটে যান জামায়াতে আমির, সেক্রেটারি: আর্থিক সহায়তা প্রদান

আপডেট টাইম : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

নিজস্ব সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারবাড়ী, মুন্সিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ ঢাকার বসুন্ধরা স্টিল মিলে কাজ করার সময় স্টিলের বোর্ড পায়ে পড়ে পা ভেঙে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার সার্বিক খোঁজ-খবর নেওয়া এবং সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, শ্রীরামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহেরসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

উপজেলা আমীর হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ এ সময় আহত জাহিদুল ইসলাম জাহিদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। তিনি এ ধরনের দুর্ঘটনা রোধে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় জাহিদুল ইসলাম জাহিদের পরিবার এ সময় আর্থিক ও মানসিকভাবে কিছুটা স্বস্তি লাভ করে।

এসময় জামায়াতে আমির ও সেক্রেটারি বলেন, এই ঘটনায় আমরা সকলেই গভীরভাবে মর্মাহত। জাহিদুল ইসলাম জাহিদের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ নিরাময়ের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে শিফা দান করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য্য ও সাহস দান করুন, আমীন।