পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

আবারো ঢাকায় যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত

মার্কিন-দূত-স্টিফেনপ্রতিবেদক ঢাকা: ঢাকায় ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ।
সোমবার তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর ৫ বার বাংলাদেশ সফর এসেছেন তিনি ।

সকালে ঢাকায় এসেই তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডির ২৭ নম্বরে কার্যালয়ে যান। সেখানে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তদন্ত সংস্থা প্রধান সমন্বয়ক আবদুল হাননান খানসহ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন জে র‌্যাপ।

এরপর দুপুর সোয়া একটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে সাক্ষাত করতে যান তিনি। উভয় ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের বলেন, সব ধরনের চাপের মধ্যেও চাপমুক্ত এবং নিরপেক্ষ থেকে ট্রাইব্যুনালের বিচাররকরা বিচারকাজ পরিচালনা করে যাচ্ছেন। এ বিচারকাজে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিচারের একটি ভালো দিক হলো, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ দেননি।

ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর আড়াইটায় রাজধানীর সেগুবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন বিশেষ এ মার্কিন দূত।

এরপর বিকেল ৪টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি ও অন্যান্য কৌশুলির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিএনপি ও জামায়াত নেতাদের আইনজীবীদের সঙ্গে রাজধানী গুলশান-২ এ অবস্থিত হোটেল ওয়েস্টিনে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপের এটি পঞ্চম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ

আবারো ঢাকায় যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত

আপডেট টাইম : ০৩:৩৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪

মার্কিন-দূত-স্টিফেনপ্রতিবেদক ঢাকা: ঢাকায় ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ।
সোমবার তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর ৫ বার বাংলাদেশ সফর এসেছেন তিনি ।

সকালে ঢাকায় এসেই তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডির ২৭ নম্বরে কার্যালয়ে যান। সেখানে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তদন্ত সংস্থা প্রধান সমন্বয়ক আবদুল হাননান খানসহ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন জে র‌্যাপ।

এরপর দুপুর সোয়া একটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে সাক্ষাত করতে যান তিনি। উভয় ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের বলেন, সব ধরনের চাপের মধ্যেও চাপমুক্ত এবং নিরপেক্ষ থেকে ট্রাইব্যুনালের বিচাররকরা বিচারকাজ পরিচালনা করে যাচ্ছেন। এ বিচারকাজে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিচারের একটি ভালো দিক হলো, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ দেননি।

ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর আড়াইটায় রাজধানীর সেগুবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন বিশেষ এ মার্কিন দূত।

এরপর বিকেল ৪টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি ও অন্যান্য কৌশুলির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিএনপি ও জামায়াত নেতাদের আইনজীবীদের সঙ্গে রাজধানী গুলশান-২ এ অবস্থিত হোটেল ওয়েস্টিনে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপের এটি পঞ্চম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।