পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

রাবিনা ট্যান্ডনকেও কলগার্লের অফার দেওয়া হয়েছিল

বাংলার খবর২৪.কম :500x350_a51ccac90f5baa42687776630accecf3_image_126358.61896464raveena_tandon_photos_(19): শ্বেতা পুলিশকে জানিয়েছেন বলিউডের অনেক নায়িকারাও নাকি গোপনে এই কাজের সঙ্গে যুক্ত। যদিও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হনশল মেহেতা শ্বেতাকে ছবিতে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তবুও সকলেই মুখে মুখে ঘুরছে এই ঘটনা। সম্প্রতি রাবিনা টন্ডন বলিউডের দেহব্যবসা নিয়ে এক ভয়ানক সত্যি কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি নাকি ‘কলগার্ল’ হওয়ার অফার পেয়েছিলেন।

এক সাক্ষাৎকারে রাবিনা নিজেই এই কথা জানিয়েছেন। শ্বেতার প্রসঙ্গে কথা বলার সময়েই নিজের জীবনের এই সত্যির উদঘাটন করেন রাবিনা। তিনি জানান, ১৯৯৫ সালে একটি ছবিতে শ্যুটিং করার সময় একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে৷ ওই মহিলা সরাসরি রবিনাকে কলগার্ল হওয়ার অফার দেয়৷

রবিনা বলেন, সেদিনের কথা নাকি আজও তাঁর স্পষ্ট মনে রয়েছে৷ মহিলার কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন তিনি। ওই নারী রাবিনাকে তখন বলেছিল বলিউডের অন্য অভিনেত্রীরাও এই ধরণের কাজ করেন এতে নাকি খারাপ কিছুই নেই৷ এই কথা শুনে আরও রেগে যান তিনি। রাবিনা জানান, নারী সঙ্গে তার মেয়ে ছিল বলেই সেদিন নারীকে স্রেফ চলে যেতে বলেছিলেন তিনি না হলে হয়ত মহিলার উপর হাত তুলতে বাধ্য হতেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

রাবিনা ট্যান্ডনকেও কলগার্লের অফার দেওয়া হয়েছিল

আপডেট টাইম : ০৩:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম :500x350_a51ccac90f5baa42687776630accecf3_image_126358.61896464raveena_tandon_photos_(19): শ্বেতা পুলিশকে জানিয়েছেন বলিউডের অনেক নায়িকারাও নাকি গোপনে এই কাজের সঙ্গে যুক্ত। যদিও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হনশল মেহেতা শ্বেতাকে ছবিতে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তবুও সকলেই মুখে মুখে ঘুরছে এই ঘটনা। সম্প্রতি রাবিনা টন্ডন বলিউডের দেহব্যবসা নিয়ে এক ভয়ানক সত্যি কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি নাকি ‘কলগার্ল’ হওয়ার অফার পেয়েছিলেন।

এক সাক্ষাৎকারে রাবিনা নিজেই এই কথা জানিয়েছেন। শ্বেতার প্রসঙ্গে কথা বলার সময়েই নিজের জীবনের এই সত্যির উদঘাটন করেন রাবিনা। তিনি জানান, ১৯৯৫ সালে একটি ছবিতে শ্যুটিং করার সময় একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে৷ ওই মহিলা সরাসরি রবিনাকে কলগার্ল হওয়ার অফার দেয়৷

রবিনা বলেন, সেদিনের কথা নাকি আজও তাঁর স্পষ্ট মনে রয়েছে৷ মহিলার কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন তিনি। ওই নারী রাবিনাকে তখন বলেছিল বলিউডের অন্য অভিনেত্রীরাও এই ধরণের কাজ করেন এতে নাকি খারাপ কিছুই নেই৷ এই কথা শুনে আরও রেগে যান তিনি। রাবিনা জানান, নারী সঙ্গে তার মেয়ে ছিল বলেই সেদিন নারীকে স্রেফ চলে যেতে বলেছিলেন তিনি না হলে হয়ত মহিলার উপর হাত তুলতে বাধ্য হতেন তিনি।