
বাংলার খবর২৪.কম ডেস্ক : চোটের কারণে দীর্ঘদিন বাহিরে থাকলেও অবশেষে মাঠে ফিরছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচের মধ্যদিয়েই ফিরছেন সিআর সেভেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
রিয়াল কোচ বলেছেন, ‘তার (রোনালদোর) কোন সমস্যা নেই। অ্যাতলেটিকোর বিপক্ষে মাঠে নামবে রোনালদো। গত তিন সপ্তাহ ধরে সে খুব ভালোভাবে অনুশীলন করেছে।’
গত মাসে পায়ের পেশির চোটে পড়েন রোনালদো। ফলে ক্লাবের হয়ে বেশকিছু ম্যাচ খেলতে পারেননি পর্তুগাল অধিনায়ক। দলের সেরা খেলোয়ারের অনুপস্থিতির জন্য রিয়ালও উজ্জল পারফরম্যান্স দেখাতে পারেনি।
রিয়ালের আক্রমণভাগে গ্যারেথ বেল ও হাশেম রদ্রিগেজ আগে থেকেই ছিলেন। এবার রোনালদো যোগ দেওয়াতে সেরা আক্রমণভাগ নিয়েই অ্যাতলেটিকোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্পানিশ ক্লাবটি।