
বাংলার খবর২৪.কম স্পোর্টস : অক্টোবরে ‘জিলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরে’ অংশ নেবে দুঙ্গা বাহিনী। আর সেই সময় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বেইজিংয়ে সুপার ক্লাসিকো ডি লস আমেরিকানো ম্যাচে ১১ অক্টোবর হবে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। সব মিলিয়ে দুঙ্গার ব্রাজিল দলের সামনে অনেক চ্যালেঞ্জই অপেক্ষা করছে। সেই লক্ষ্যে বুধবার নতুন স্কোয়াড ঘোষণা করবেন দুঙ্গা।
কার্লোস দুঙ্গা এর আগে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপে ব্যর্থ হয়ে দল ছেড়েছিলেন। স্কলারির বিশ্বকাপ ব্যর্থতার পর আবারও তার উপরই আস্থা রেখেছে সেলেসাওরা। সেই আস্থার প্রতিদান দিতে কাজে নেমে পড়েছেন দুঙ্গা। প্রস্তুতি নিচ্ছেন নিজেকে প্রমাণ করার জন্য।
‘ব্রাজিল গ্লোবাল ট্যুর’ তাই আর কাছে গুরুত্বপূর্ণই। আবার আর্জেন্টিনার মতো শক্ত প্রতিপক্ষ অপেক্ষা করছে তার বাহিনীর জন্য। অবশ্য সম্প্রতি কলম্বিয়া ও ইকুয়েডরকে হারিয়েছ দুঙ্গার ব্রাজিল। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন করে দল ঘোষণা করছেন ব্রাজিল কোচ। বুধবার রিওডি জেনেরোতে সিবিএফ হেড কোয়ার্টারে দল ঘোষণা করবেন দুঙ্গা।
আর সেই দল ঘোষণা করার পরই গ্লোবাল ট্যুরের জন্য রণ পরিকল্পনা সাজাবেন তিনি। শুধু গ্লোবাল ট্যুরই নয় তার পরিকল্পনায় মেসির আর্জেন্টিনাকে সামলানোর রসদও থাকবে বলেই মনে হচ্ছে।