
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ প্রতিনিধি): রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকা থেকে মো. জুয়েল (১৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সে গত ২৫ নভেম্বর শুক্রবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে কোথাও খুঁজে না পেয়ে জুয়েলের বড় ভাই জাহাঙ্গীর ওরফে আলামিন মিয়া বাদি হয়ে শুক্রবার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন।
আলামিন মিয়া জানান, উপজেলার ভায়েলা ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছেন। বেশ কিছুদিন ধরে মানষিক রোগে আক্রান্ত জুয়েল মিয়াকে চিকিৎসা করানো হচ্ছে। হঠাৎ শুক্রবার থেকে সে নিখোঁজ রয়েছে। জুয়েল মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পল্টিপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। নিঁেখাজের পর থেকে জুয়েলের মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোঁজ যুবককে খোঁজা হচ্ছে।