অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মহানবমী-বিজয়া দশমী আজ, আগামীকাল প্রতীমা বিসর্জন

বাংলার খবর২৪.কম :06-copy-300x216_53595 সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী ও বিজয়া দশমী আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে এ দিনটি।

আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বহিতি পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বহিতি পূজা সমাপন ও দর্পন বিসর্জন শেষ হবে। এরপর শান্তজিল গ্রহণ করে শেষ হবে দুর্গাপূজা। তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় শুক্রবারেই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান।

তবে বাকী থাকবে শুধু প্রতীমা বিসর্জন। সেটি হবে শনিবার। আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গা উৎসবের।

এর আগে গতকাল সারাদেশের পূজা মণ্ডপগুলোতে একযোগে যৌবনের প্রতীক কুমারী পূজা শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মহানবমী-বিজয়া দশমী আজ, আগামীকাল প্রতীমা বিসর্জন

আপডেট টাইম : ০৪:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম :06-copy-300x216_53595 সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহানবমী ও বিজয়া দশমী আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে এ দিনটি।

আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বহিতি পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বহিতি পূজা সমাপন ও দর্পন বিসর্জন শেষ হবে। এরপর শান্তজিল গ্রহণ করে শেষ হবে দুর্গাপূজা। তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় শুক্রবারেই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান।

তবে বাকী থাকবে শুধু প্রতীমা বিসর্জন। সেটি হবে শনিবার। আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয় দুর্গা উৎসবের।

এর আগে গতকাল সারাদেশের পূজা মণ্ডপগুলোতে একযোগে যৌবনের প্রতীক কুমারী পূজা শেষ হয়।