অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

পদ্মায় লঞ্চ ডুবিঃ ১২৯ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

বাংলার খবর২৪.কম:500x350_2519079602b958e73e9e1b5b7f23de2f_86943_1মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান এখনও সনাক্ত করা যায় নি। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলছেন, নিখোঁজ ১২৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে তিনি আশংকা করছেন।

সোমবার পর্যন্ত ১৫০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত লাশ কিংবা জীবিত আর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী শাজাহান খান।
উদ্ধারকার্মী জাহাজ রুস্তম ও নির্ভীকের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে কান্ডারি-২। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর থেকে রওয়ানা হওয়ার তিন ঘণ্টা পর বন্দরে ফিরে গেছে ‘জরিপ-১০’ জাহাজ।
কান্ডারি-২ বুধবার দুপুরে মাওয়া পৌঁছার কথা রয়েছে। সেটি এলে উদ্ধার তৎপরতা আরো গতি পাবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানে ভাগনি মাদারীপুর শিবচরের হীরা আক্তার (২০), ফরিদপুরের ভাঙ্গার আবদুল আজিজ (৪৫), একই এলাকার কমল মন্ডল (২২), মাদারীপুরের বাতেন আলী (৪৫) ও মাদারীপুরের শিবচরের গার্মেন্টসকর্মী আনোয়ার হোসেন (২৫)।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে। এমনকি আমার খালাতো বোনের তিন মেয়েও লঞ্চে ছিল। এর মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী। অন্যজন গ্রামে পড়াশোনা করে। তাদের নাম স্বর্ণা, হীরা ও লাকি।

এদের মধ্যে শিকদার মেডিকেলের ছাত্রী হীরার লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ।
তিনি জানান, দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
পিএনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

পদ্মায় লঞ্চ ডুবিঃ ১২৯ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

আপডেট টাইম : ০৪:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:500x350_2519079602b958e73e9e1b5b7f23de2f_86943_1মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান এখনও সনাক্ত করা যায় নি। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলছেন, নিখোঁজ ১২৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে তিনি আশংকা করছেন।

সোমবার পর্যন্ত ১৫০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত লাশ কিংবা জীবিত আর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী শাজাহান খান।
উদ্ধারকার্মী জাহাজ রুস্তম ও নির্ভীকের সঙ্গে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে কান্ডারি-২। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর থেকে রওয়ানা হওয়ার তিন ঘণ্টা পর বন্দরে ফিরে গেছে ‘জরিপ-১০’ জাহাজ।
কান্ডারি-২ বুধবার দুপুরে মাওয়া পৌঁছার কথা রয়েছে। সেটি এলে উদ্ধার তৎপরতা আরো গতি পাবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানে ভাগনি মাদারীপুর শিবচরের হীরা আক্তার (২০), ফরিদপুরের ভাঙ্গার আবদুল আজিজ (৪৫), একই এলাকার কমল মন্ডল (২২), মাদারীপুরের বাতেন আলী (৪৫) ও মাদারীপুরের শিবচরের গার্মেন্টসকর্মী আনোয়ার হোসেন (২৫)।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে। এমনকি আমার খালাতো বোনের তিন মেয়েও লঞ্চে ছিল। এর মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী। অন্যজন গ্রামে পড়াশোনা করে। তাদের নাম স্বর্ণা, হীরা ও লাকি।

এদের মধ্যে শিকদার মেডিকেলের ছাত্রী হীরার লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ।
তিনি জানান, দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
পিএনএস