
বাংলার খবর২৪.কম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে ঢাকায় এসে রাজনীতি করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী এ চ্যালেঞ্জ জানান।
তারেক জিয়াকে ভীরু উল্লেখ করে বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে হুঙ্কার দিচ্ছেন, ঢিল ছুঁড়ছেন। সাহস থাকলে ঢাকা এসে আমাদেরকে মোকাবেলা করুন, জনগণকে নিয়ে রাজনীতি করুন।’
বিএনপিকে মাতাল অবিহিত করে কাদের বলেন, ‘ক্ষমতা হারিয়ে বিএনপি মাতাল হয়ে গেছে। তাদের দল হলো গর্জনের দল কিন্তু তারা জানে না যত গর্জে তত বর্ষে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে তাদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না।’
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি সংলাপ সংলাপ বলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু আমরা যখনই সংলাপের জন্য উদ্যোগ নিয়েছি তখনি কোন না কোন শর্ত জুড়ে দিয়েছে।’
পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশের এক শ্রেণীর লোক ছিলো যারা কখনই চাইতো না পদ্মা সেতু হোক কিন্তু তাদের মুখে চুনকালি দিয়ে ইত্যেমধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়ে গেছ এবং শিগগিরই নদী শাসনের কাজ শুরু হয়ে যাবে।’
এসময় তিনি সমবেত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা ছাত্রলীগের নাম করে অপকর্ম করে বেড়ায় তাদেরকে সংগঠন থেকে উপযুক্ত শাস্তি দিতে হবে।’
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চলানায় এবং সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।