
বাংলার খবর২৪.কম: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নেতাদের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে রাজপথে এসে আন্দোলনের সক্ষমতা যাচাই করুন। দেখা যাক কাদের জোর বেশি। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২০ দলীয় জোট ঢাকা মহানগর আয়োজিত সংসদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা মতো গণবিরোধী আইন প্রনয়নের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়। সমাবেশের শুরুতে বক্তারা বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে জিম্মি করে ক্ষমতায় টিকে থাকায় ষড়যন্ত্র করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সমাবেশের সভাপতিত্বে সমাবেশের শুরুতে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য রিদওয়ান উল্লাহ শাহেদী। তিনি বলেন, অবৈধ সরকারের ক্ষমতা দখল এখনও নিশ্চিত হয়নি। এই কারণে তারা বিভিন্ন কালো আইন তৈরি করছে এবং এই আইন সংসদে পাশ করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছে। একই সাথে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, কোন কালো আইন তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
জামায়াত নেতা রিদওয়ান উল্লাহ শাহেদী বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন ও বিপ্লব ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারকে হঠাতে হবে। এবং দেশের জনগণকে মুক্ত করতে হবে।
২০ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশোয়ারি, লেবার পার্টিল চেয়ারম্যান মোস্তাফিজুল রহমান ইরান, এনপিডির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. মো. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।