
বাংলার খবর২৪.কম: একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি। এক সময়ের ডাকসাইটে স্বৈরাচারী শাসক হিসেবেও খ্যাতি যথেষ্ট। সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। পৃথিবীতে কোন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর কিংবা সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার পর রাজনীতির মাঠে দীর্ঘসময় টিকে থাকার অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি। জেলে থেকে নির্বাচন করে পাঁচটি আসনে জয়লাভ করার ইতিহাস গড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। হৃদয়ঘটিত বিষয়েও আলোচিত-সমালোচিত এই নেতা। প্রায় ৯০ বছর বয়সে এখনও প্রেমঘটিত সমালোচনা তাঁর পিছু ছাড়েনি। ব্যক্তি জীবনে অনেকটাই সফল তিনি। কিন্তু রাজনৈতিক জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে তাঁকে পথ চলতে হয়েছে। তাঁর ভাষায় শৃঙ্খলিত রাজনীতি করতে হয়েছে তাঁকে। পড়ন্ত বয়সে রাজনীতির মাঠে নতুন করে চ্যালেঞ্জের মুখে এরশাদ।
ক্ষমতার কাছাকাছি থাকার লোভ, রাজনৈতিক সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের অবিচল না থাকা, বার বার মত পাল্টানোসহ নানা কারণে জাপার বেশিরভাগ শীর্ষ নেতাই এরশাদের সিদ্ধান্ত এখন আর মানেন না। নির্দেশ দিলেও তা অমান্য করার প্রবণতা দীর্ঘদিনের। নিজের স্ত্রী রওশনও তাঁর বিরুদ্ধে। তিনি দলের একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন। দলের চেয়ারম্যানকে টপকে নিজেই হয়েছেন বিরোধী দলের নেতা। সংরক্ষিত নারী আসনের তালিকা তৈরি ও বিরোধী দলের উপনেতা নির্বাচনে রওশনের মতামতই প্রাধান্য পাচ্ছে। ৩৪ সাংসদের মধ্যে ৩০ জনই এরশাদের বিরুদ্ধে। দলের সঙ্কট নিরসনে গেল একমাসে দু’দফা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে প্রতিকার চেয়ছেন এরশাদ। অন্যদিকে তাঁর কথাও কেউ শুনছেন না। পার্টির চেয়ারম্যান হিসেবে কোন নির্দেশ দিলে দলের নেতারা পাল্টা তাঁকেই আক্রমণ করে চলেছেন। রওশন এরশাদও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে দলের নিয়ন্ত্রণ কার হাতে?
দলে চলমান সঙ্কট প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাপায় তেমন কোন সঙ্কট নেই।তার মত, দল ভাঙ্গার ষড়যন্ত্র চলছে। কোনভাবেই তা সফল হতে দেয়া যাবে না। যারা এই ষড়যন্ত্র করছেন তাঁরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। তিনি বলেন, মতবিরোধ সব দলেই আছে। দল করতে হলে চেয়ারম্যানের নির্দেশ মেনেই করতে হবে। ষড়যন্ত্রকারীদের ঠাঁই জাতীয় পার্টিতে হবে না। তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীর দালাল। তাছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা মানেই প্রতিকার চাওয়া নয়। প্রধানমন্ত্রী হলেন সবার অভিভাবক। এই হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাত করা যেতেই পারে।
জাপা সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগেও সব সংসদীয় আসনে দলের গড় ভোটার সংখ্যা ছিল পাঁচ হাজার। মাঠপর্যায়ে কর্মকান্ড না থাকাসহ নানা কারণে প্রতিটি আসনে সমর্থক তিন হাজারেরও বেশি কমছে। ২০০৮ সালের নির্বাচনের পর দেশব্যাপী একযোগে রাজনৈতিক কোন কর্মসূচী নেয়া হয়নি দলটির পক্ষ থেকে। এমনটি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলের চেয়ারম্যানকে হাসপাতালে আটকে রাখা হলেও সারাদেশে কোন কর্মসূচী ছিল না। দলের একাধিক নেতা জানিয়েছেন, এরশাদ ছাড়া জাপায় হাল ধরার কেউ নেই। তাছাড়া আন্দোলন করার মতো নিবেদিতপ্রাণ নেতাকর্মীর সঙ্কট তো আছেই। গেল উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে মাত্র দুটি প্রার্থী বিজয়ী হয়েছে। আরও মজার খবর হলো জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর ও উত্তরবঙ্গের কোথাও প্রার্থীরা বিজয়ী হতে পারেননি। এরশাদ নিজে রংপুরের এক উপজেলা চেয়ারম্যানের পক্ষে জনসংযোগ করেও পাস করাতে পারেননি।
সর্বশেষ নির্বাচনের পর থেকেও দলটিতে চলছে গৃহদাহ। জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদার ছাড়া সেসময় এরশাদের পাশে কেউ ছিল না। সবাই রওশনমুখী। নির্বাচনের পর পরই পরিস্থিতি কিছুটা বদলাতে থাকে। রওশনগ্রুপকে ভাঙতে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে এ পদে দায়িত্ব দেয়া হয়। এখন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাবলু ও হাওলাদারই আছেন এরশাদের সঙ্গে। কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের উপনেতা চান রওশন। এরশাদ চান বাবলুকে। এ নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। নির্দেশ অমান্য করায় ফিরোজ রশীদকে ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব থেকে সরিয়ে দেন এরশাদ। বিপথগামী নেতাদের ফিরে আসতে বার বার আহ্বান জানান। হুমকিও দেন। তবুও কাজ হয়নি।
৩১ আগস্ট সরকারে থাকা জাপার তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এরশাদ। এতে ক্ষিপ্ত হন প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও মুজিবুল হক চুন্নু। প্রকাশ্যে এরশাদের বিরুদ্ধে কথা বলেন এঁরা প্রত্যেকে। এর মধ্যে রাঙ্গা ও তাজুল ইসলামকে দলের প্রেসিডিয়ামের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পার্টির পক্ষ থেকে মহাসচিব সংবাদ সম্মেলন করে অব্যাহতির বিষয়ে বিশদ ব্যাখ্যাও তুলে ধরেন। বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের লবিতে জাপার দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। এতে দলের হাইকমান্ড সন্তুষ্ট হতে পারেননি। সর্বশেষ তথ্যানুযায়ী অবাধ্য কয়েক নেতার বিরুদ্ধে বহিষ্কার ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ জারি করতে পারেন দলের চেয়ারম্যান। অপর একটি সূত্র বলছে, অযোগ্য অনেক নেতাই এখন এরশাদের প্রধান পরামর্শক। তাঁদের কান কথা শুনে কাজ করেন তিনি। ফলে নেতাকর্মীদের মধ্যে দূরত্ব বাড়ছে। নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে জাতীয় পার্টিকে।