
(রূপগঞ্জ প্রতিনিধি): রূপগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। গত বুধবার রাতে উপজেলা কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানান, ত্রিশকাহনিয়া এলাকার আব্দুল আলীর সাথে একই এলাকার মহব্বত ভান্ডারীর সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত ৭টার দিকে এনিয়ে তাদের উভয়ের সাথে কথাকাটাকটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে মহাব্বত ভান্ডারী, মিনারা বেগম, আরিফ, রাহিমা বেগম, মিনারা আক্তার, সালমা বেগম, শেফালী বেগম, মাছুম ,আব্দুল আলী, পিয়ারা বেগম, সেলিনা বেগম, মাছুমা আক্তার, রিনা বেগমসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।