অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন Logo লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo রূপগঞ্জ কায়েতপাড়ায় ৯ দফা দাবিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা Logo বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ। Logo দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ Logo সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ, একযুগে নিহত ৩০

বাংলার খবর২৪.কম500x350_504845d489fa0fc680199d0262499517_Untitled-1 সিলেট : সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে অরক্ষিত পড়ে আছে রেলক্রসিংগুলো। ইউনিয়ন পরিষদ ও এলজিইডির রাস্তায় গড়ে উঠা অননুমোদিত ৩৪টি রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে গত একযুগে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সিলেট-আখাউড়া রেললাইনের সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ পর্যন্ত অর্ধশতাধিক রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ও গেট না থাকায় দুর্ঘটনা ঘটছে অহরহ। জানা যায়, সিলেট-আখাউড়া সেকশনে প্রতিদিন গড়ে ২০টি ট্রেন যাতায়াত করে। এই রেল পথের অর্ধশতাধিক রেলক্রসিংয়ের মধ্যে মাত্র ১৭টিতে গেটম্যান থাকলেও বাকিগুলো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। এর পাশাপাশি দিব্যি চলছে রিক্সা, ঠেলাগাড়িসহ ভারি ও হালকা যানবাহন। এসব রেলক্রসিংয়ের মধ্যে কিছু কিছু ক্রসিংয়ে রেল বিভাগ সতর্কতামূলক সাইনবোর্ড টানালেও সাধারণ মানুষ অবাধে এসব ক্রসিং দিয়ে যাতায়াত করছেন। রেলওয়ে সূত্র জানা যায়, সিলেট থেকে কুলাউড়া, শ্রীমঙ্গল হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত অর্ধশতাধিক রেলক্রসিং রয়েছে। তন্মধ্যে ১৭টির অনুমোদন থাকলেও বাকি প্রায় ৩৪টি ক্রসিংয়ের কোনো অনুমোদন নেই। এর মধ্যে ২৮টি রয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কাঁচা ও ইট বিছানো (সলিং) রাস্তার ওপর এবং ৬টি ক্রসিং এলজিইডির পাকা রাস্তায়। তবে অনুমোদনপ্রাপ্ত ১৭টি ক্রসিংয়ের ৮টিতে গেটম্যান থাকলেও ৯টি ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর মনু স্টেশনের মধ্যবর্তী ই-৯১-সি রেলক্রসিংয়ে ২০০২ সালে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী মিশুকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। একইস্থানে আরেকটি দুর্ঘটনায় নিহত হন আরও তিনজন। এছাড়া শ্রীমঙ্গলের সাতগাঁও ডাউন পয়েন্টের কাছে ২০০০ সালের মে মাসে ট্রেনের ধাক্কায় নিহত হন যাত্রীবাহী বেবিটেক্সি দুই যাত্রী। ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি কুলাউড়া স্কুল চৌমুহনী রেলক্রসিংয়ে আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ধাক্কায় কুলাউড়া দমকল বাহিনীর পিকআপ ক্ষতিগ্রস্থ হয়। এতে নিহত হন দমকল বাহিনীর তিন কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, অনুমোদিত রেলক্রসিংয়ের মধ্যে শ্রীমঙ্গল, শমশেরনগর, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া, মাইজগাঁও, সিলেট ও মৌলভীবাজারে বেশ কয়েকটি ক্রসিংয়ে গেটম্যান রয়েছে। অন্যগুলো দীর্ঘদিন ধরে রয়েছে অরক্ষিত। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। তিনি আরও জানান, যেসব ক্রসিং সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর সেগুলো সুরক্ষিত থাকলেও ইউনিয়ন পরিষদ এবং এলজিইডির রাস্তার ওপর স্থাপিত ক্রসিংগুলোই মূলত ঝুঁকিপূর্ণ। সওজের রাস্তায় ক্রসিংয়ের গেটম্যানসহ যাবতীয় খরচ যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলওয়ে বিভাগ পেয়ে থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদ ও এলজিইডির কোনো বরাদ্দ না থাকায় এসব ক্রসিং এবং গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ

সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ, একযুগে নিহত ৩০

আপডেট টাইম : ০২:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_504845d489fa0fc680199d0262499517_Untitled-1 সিলেট : সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে অরক্ষিত পড়ে আছে রেলক্রসিংগুলো। ইউনিয়ন পরিষদ ও এলজিইডির রাস্তায় গড়ে উঠা অননুমোদিত ৩৪টি রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে গত একযুগে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সিলেট-আখাউড়া রেললাইনের সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ পর্যন্ত অর্ধশতাধিক রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ও গেট না থাকায় দুর্ঘটনা ঘটছে অহরহ। জানা যায়, সিলেট-আখাউড়া সেকশনে প্রতিদিন গড়ে ২০টি ট্রেন যাতায়াত করে। এই রেল পথের অর্ধশতাধিক রেলক্রসিংয়ের মধ্যে মাত্র ১৭টিতে গেটম্যান থাকলেও বাকিগুলো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। এর পাশাপাশি দিব্যি চলছে রিক্সা, ঠেলাগাড়িসহ ভারি ও হালকা যানবাহন। এসব রেলক্রসিংয়ের মধ্যে কিছু কিছু ক্রসিংয়ে রেল বিভাগ সতর্কতামূলক সাইনবোর্ড টানালেও সাধারণ মানুষ অবাধে এসব ক্রসিং দিয়ে যাতায়াত করছেন। রেলওয়ে সূত্র জানা যায়, সিলেট থেকে কুলাউড়া, শ্রীমঙ্গল হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত অর্ধশতাধিক রেলক্রসিং রয়েছে। তন্মধ্যে ১৭টির অনুমোদন থাকলেও বাকি প্রায় ৩৪টি ক্রসিংয়ের কোনো অনুমোদন নেই। এর মধ্যে ২৮টি রয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কাঁচা ও ইট বিছানো (সলিং) রাস্তার ওপর এবং ৬টি ক্রসিং এলজিইডির পাকা রাস্তায়। তবে অনুমোদনপ্রাপ্ত ১৭টি ক্রসিংয়ের ৮টিতে গেটম্যান থাকলেও ৯টি ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর মনু স্টেশনের মধ্যবর্তী ই-৯১-সি রেলক্রসিংয়ে ২০০২ সালে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী মিশুকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। একইস্থানে আরেকটি দুর্ঘটনায় নিহত হন আরও তিনজন। এছাড়া শ্রীমঙ্গলের সাতগাঁও ডাউন পয়েন্টের কাছে ২০০০ সালের মে মাসে ট্রেনের ধাক্কায় নিহত হন যাত্রীবাহী বেবিটেক্সি দুই যাত্রী। ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি কুলাউড়া স্কুল চৌমুহনী রেলক্রসিংয়ে আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ধাক্কায় কুলাউড়া দমকল বাহিনীর পিকআপ ক্ষতিগ্রস্থ হয়। এতে নিহত হন দমকল বাহিনীর তিন কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, অনুমোদিত রেলক্রসিংয়ের মধ্যে শ্রীমঙ্গল, শমশেরনগর, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া, মাইজগাঁও, সিলেট ও মৌলভীবাজারে বেশ কয়েকটি ক্রসিংয়ে গেটম্যান রয়েছে। অন্যগুলো দীর্ঘদিন ধরে রয়েছে অরক্ষিত। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। তিনি আরও জানান, যেসব ক্রসিং সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর সেগুলো সুরক্ষিত থাকলেও ইউনিয়ন পরিষদ এবং এলজিইডির রাস্তার ওপর স্থাপিত ক্রসিংগুলোই মূলত ঝুঁকিপূর্ণ। সওজের রাস্তায় ক্রসিংয়ের গেটম্যানসহ যাবতীয় খরচ যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলওয়ে বিভাগ পেয়ে থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদ ও এলজিইডির কোনো বরাদ্দ না থাকায় এসব ক্রসিং এবং গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না।