
বাংলার খবর২৪.কম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ- সাবেক পিজি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়ার গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রূপসী বাংলা হোটেলের বিপরীতে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম।
তিনি আরো বলেন, ককটেল হামলা চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে শাহবাগ থানার পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে সকালে কারা অধিদফতরের মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।