
বাংলার খবর২৪.কম : রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ১২কেজি ওজনের ২টি কষ্টিপাথরের মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-২।
রোববার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ তাকে আটক করা হয়।
র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ তাকে আটক করা হয়।
পরে আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।