পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী Logo পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭ জনকে পুশইন Logo মহানবীকে কটুক্তি করায় বাবা ছেলেকে পুলিশে দিলো এলাকাবাসী, থানা ঘেরাও Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম হয়নি : মির্জা আব্বাস

বাংলার খবর২৪.কম 500x350_69d109d7ff913f83fd1c76cb8c4394c7_image_101726_0(2): সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয়নি।বিধি মোতাবেক প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

রোববার বিকেলে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরের প্লট বরাদ্দে অনিয়মের অধিকতর তদন্তের স্বার্থে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এ সময় নৌমন্ত্রী শাজাহান খানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “সরকার তাদের, তাই তারা যা করেন তা সবই বিধিভুক্ত হয়ে যায়। আর যারা সরকারে নেই, তাদের সবই বিধিবহির্ভূত হয়।

নকশা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “সরকার চাইলে নকশা করতে পারে, আবার সরকার চাইলে নকশা বাতিল করতে পারে। এখানে গৃহায়ণ কর্তৃপক্ষের নকশা পছন্দ না হলে তারা নকশা বাতিল করতেই পারে।”
বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিধি মোতাবেক করতে বলেছি। এখন গৃহায়ণ কর্তৃপক্ষ যদি না করে তাহলে তো আর আমার কিছু করার নেই।

আপনাকে হয়রানি করা হচ্ছে কি না- জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান সরকারের মন-মানসিকতা কী তা আপনারা ভালো করেই জানেন।

এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির হন মির্জা আব্বাস। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, প্লট বরাদ্দে অনিয়ম করে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে বিএনপি নেতা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ বেশ কয়েকজন দুদকের দায়ের করা এ মামলার আসামি।

এদিকে একই মামলায় অধিকতর তদন্তের স্বার্থে রোববার সকালে সাক্ষী হিসেবে নৌমন্ত্রী শাজাহানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী এই সংস্থা।

দুদক সূত্র জানায়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।

Tag :

কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম হয়নি : মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম 500x350_69d109d7ff913f83fd1c76cb8c4394c7_image_101726_0(2): সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হয়নি।বিধি মোতাবেক প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।

রোববার বিকেলে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরের প্লট বরাদ্দে অনিয়মের অধিকতর তদন্তের স্বার্থে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এ সময় নৌমন্ত্রী শাজাহান খানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “সরকার তাদের, তাই তারা যা করেন তা সবই বিধিভুক্ত হয়ে যায়। আর যারা সরকারে নেই, তাদের সবই বিধিবহির্ভূত হয়।

নকশা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “সরকার চাইলে নকশা করতে পারে, আবার সরকার চাইলে নকশা বাতিল করতে পারে। এখানে গৃহায়ণ কর্তৃপক্ষের নকশা পছন্দ না হলে তারা নকশা বাতিল করতেই পারে।”
বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিধি মোতাবেক করতে বলেছি। এখন গৃহায়ণ কর্তৃপক্ষ যদি না করে তাহলে তো আর আমার কিছু করার নেই।

আপনাকে হয়রানি করা হচ্ছে কি না- জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান সরকারের মন-মানসিকতা কী তা আপনারা ভালো করেই জানেন।

এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির হন মির্জা আব্বাস। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, প্লট বরাদ্দে অনিয়ম করে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে বিএনপি নেতা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ বেশ কয়েকজন দুদকের দায়ের করা এ মামলার আসামি।

এদিকে একই মামলায় অধিকতর তদন্তের স্বার্থে রোববার সকালে সাক্ষী হিসেবে নৌমন্ত্রী শাজাহানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী এই সংস্থা।

দুদক সূত্র জানায়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।