
বাংলার খবর২৪.কম : রাজধানীর শাহবাগে ওসমানী উদ্যানের ভেতরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই তরুণীর পরনে বাটিকের সালোয়ার-কামিজ ছিল।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, ২-৩ দিন আগে পানিতে ডুবে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।