পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল

জিনজিয়াংয়ে হিজাব ও বোরখা নিষিদ্ধ

বাংলার খবর২৪.কম,500x350_dd86c695ac5bc4a91db2cf0872c27816_Unnamed QQ Screenshot20140810110331ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম নাগরিকেদের হিজাব ও বোরখা পড়া নিষিদ্ধ করেছে চীন সরকার। সম্প্রতি জিনজিয়াং এর স্বাধীনতাকামী একটি সংগঠনের সশস্ত্র হামলার পর চীন এ অঞ্চলে কঠোর নিপীড়ন মুলক ব্যবস্থা নিয়েছে।
গত রমজানে রোজা রাখার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিলো। বৃটিশ সংবাদপত্র ডেইলি মেইল এ খবর দিয়েছে।

জিনজিয়াংয়ের তুর্কী ভাষী ইউঘুর মুসলমানরা কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। চীন সরকার তাদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসাবে উল্লেখ করে তাদের দমনের চেষ্টা করছে। ইউঘুর মুসলমানদের উচ্ছেদ করে সেখানে হান চীনাদের প্রভাব বাড়ানো হয়েছে।

সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে বলা হয়েছে ১৫ ধরনের পোষাক পড়া কোনো যাত্রী বাসে উঠতে পারবে না। এরমধ্যে হিজাব,বোরখা, মুখ ঢাকা কোনো পোষাক এবং চাদ তারা খচিত কোন পোষাক পড়ে চলাফেরা করা যাবে না।
চীনা কর্তৃপক্ষ বলছে চাদ তারা বিশ্বের বহু দেশের পতাকায় থাকলেও এখানকার বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব তুর্কমেনিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীক হিসাবে ব্যবহার করছে। জিনজিয়াং এর সীমান্তবর্তী পাকিস্তান ও আফগানিস্তানের নারীরা যে ধরনের পোষাক পড়ে এরাও সাধারনত একই ধরনের পোষাক পড়ে থাকে।

জিনজিয়াং এর প্রবাসী নেতা ও মানবাধিকার কর্মীরা বলছে ইসলামকে নিয়ন্ত্রনের উদ্দেশ্য চীন সরকার এ ধরনের নীতি গ্রহণ করেছে। কিন্তু চীনের সরকারি কর্তৃপক্ষ এ ধরনের দাবি অস্বীকার করেছে। উল্লেখ্য গত দেড় বছরে জিনজিংয়া সশস্ত্র সংঘাতে শতাধিক লোক প্রান হারিয়েছে।
চীন সরকার বলছে ৫৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। অপরদিকে এক আত্নঘাতী হামলায় ৩৯ জন নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত

জিনজিয়াংয়ে হিজাব ও বোরখা নিষিদ্ধ

আপডেট টাইম : ০১:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম,500x350_dd86c695ac5bc4a91db2cf0872c27816_Unnamed QQ Screenshot20140810110331ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম নাগরিকেদের হিজাব ও বোরখা পড়া নিষিদ্ধ করেছে চীন সরকার। সম্প্রতি জিনজিয়াং এর স্বাধীনতাকামী একটি সংগঠনের সশস্ত্র হামলার পর চীন এ অঞ্চলে কঠোর নিপীড়ন মুলক ব্যবস্থা নিয়েছে।
গত রমজানে রোজা রাখার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিলো। বৃটিশ সংবাদপত্র ডেইলি মেইল এ খবর দিয়েছে।

জিনজিয়াংয়ের তুর্কী ভাষী ইউঘুর মুসলমানরা কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। চীন সরকার তাদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী হিসাবে উল্লেখ করে তাদের দমনের চেষ্টা করছে। ইউঘুর মুসলমানদের উচ্ছেদ করে সেখানে হান চীনাদের প্রভাব বাড়ানো হয়েছে।

সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে বলা হয়েছে ১৫ ধরনের পোষাক পড়া কোনো যাত্রী বাসে উঠতে পারবে না। এরমধ্যে হিজাব,বোরখা, মুখ ঢাকা কোনো পোষাক এবং চাদ তারা খচিত কোন পোষাক পড়ে চলাফেরা করা যাবে না।
চীনা কর্তৃপক্ষ বলছে চাদ তারা বিশ্বের বহু দেশের পতাকায় থাকলেও এখানকার বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব তুর্কমেনিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীক হিসাবে ব্যবহার করছে। জিনজিয়াং এর সীমান্তবর্তী পাকিস্তান ও আফগানিস্তানের নারীরা যে ধরনের পোষাক পড়ে এরাও সাধারনত একই ধরনের পোষাক পড়ে থাকে।

জিনজিয়াং এর প্রবাসী নেতা ও মানবাধিকার কর্মীরা বলছে ইসলামকে নিয়ন্ত্রনের উদ্দেশ্য চীন সরকার এ ধরনের নীতি গ্রহণ করেছে। কিন্তু চীনের সরকারি কর্তৃপক্ষ এ ধরনের দাবি অস্বীকার করেছে। উল্লেখ্য গত দেড় বছরে জিনজিংয়া সশস্ত্র সংঘাতে শতাধিক লোক প্রান হারিয়েছে।
চীন সরকার বলছে ৫৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। অপরদিকে এক আত্নঘাতী হামলায় ৩৯ জন নিহত হয়।